X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২
নিয়োগের পরদিন থেকেই বিক্ষোভ

আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির অভিযোগে রংপুর মেডিক্যালের অধ্যক্ষের কক্ষে তালা

রংপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১৩:৩৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৩৪

রংপুর মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের একদিন পর বিক্ষোভের ঘটনায় এবার তার কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার ব্যানারে এই তালা লাগানো হয়।

অধ্যক্ষের কক্ষে তালা মেরে দরজায় লাগানো ব্যানারে মাহফুজার রহমানের বিরুদ্ধে অভিযোগে লেখা হয়, ‘শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমানের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না।’

নতুন অধ্যক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের এই সিদ্ধান্ত আমরা মানি না। কেননা, বিগত সরকারের সুবিধাভোগী, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমানের অধ্যক্ষ পদে পদায়ন মানি না। তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে যেতে হবে।’ 

অভিযোগের বিষয়ে নতুন অধ্যক্ষ মাহফুজার রহমান বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে আমাকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। ২৯ অক্টোবর এই মর্মে একটি চিঠিও দেওয়া হয়। এই চিঠি পাওয়ার পর আমি অধ্যক্ষের দায়িত্ব পালনরত অবস্থায় গতকাল বুধবার একটি পক্ষ বিক্ষোভ করে। আজ (বৃহস্পতিবার) জানতে পারি, আমার কক্ষে তালা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে আমি উপাধ্যক্ষ ছিলাম এবং আমাকে বঞ্চিত করা হয়েছে। এখন আমাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার পর একটি চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য অপচেষ্টা চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের সময় আমি যথেষ্ট সহযোগিতা করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’

উল্লেখ্য, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (সদ্য সাবেক) শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে।

/কেএইচটি/
সম্পর্কিত
২১ দফা দাবিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ
সোমবার ২ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা
সর্বশেষ খবর
প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত
প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত
পররাষ্ট্র সচিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র সচিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই: উপদেষ্টা 
জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই: উপদেষ্টা 
গুম কমিশনের মেয়াদ আবার বাড়লো
গুম কমিশনের মেয়াদ আবার বাড়লো
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা