কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন দুলালকে ধরতে তার বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রুহুল আমিন দুলালের বাসভবনে এই অভিযান চালায় যৌথ বাহিনী।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে ওই যুবলীগ নেতাকে বাড়িতে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তারা খালি হাতে ফিরে যান।
দুলালের স্ত্রী ইফাত আরা ইমি বলেন, পুলিশ ও সেনাবাহিনী আমার স্বামীকে খুঁজতে বাড়িতে অভিযান চালিয়েছে। আমি তাদের জানিয়েছি, স্বামী বাড়িতে নেই। কিন্তু তারা সমস্ত রুম, বাথরুম এমনকি ফলস ছাদ পর্যন্ত তল্লাশি করেছে। আমাকে জিজ্ঞাসা করলে বলেছি যে জানা নেই।
যৌথবাহিনী চলে যাওয়ার পর ভবনের ফটকে আসেন দুলালের স্ত্রী ইমি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ ভবনে অবস্থান করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তারা দাবি করেছে, তাদের কাছে খবর আছে আমার স্বামী বাড়িতে আছেন। আমি বলেছি তিনি নেই। কোথায় আছেন তাও জানি না। কিন্তু তারপরও তল্লাশি শেষে তারা বাসার সিসই ক্যামেরার ফুটেজ যাচাই করেছেন। এতে দীর্ঘ সময় লেগেছে।’
‘আমি বাহিনীর সদস্যদের বলেছি, আমার স্বামীর নামে যে কয়টি মামলা হয়েছে তিনি সবগুলোতেই জামিনে আছেন। তাদেরকে জামিনের কাগজও দেখিয়েছি। কিন্তু তারা সেগুলো মানতে চাননি। তারা বলেছে, “যেহেতু তার নামে মামলা আছে। আমরা তাকে ধরবো’’।’ যোগ করেন ইমি।
এ বিষয়ে অভিযানে যাওয়া সেনা ও পুলিশ সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযান চলাকালে কয়েকজন সাংবাদিক যুবলীগ নেতার ভবনের ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। এ সময় বাহিনীর সঙ্গে সাদা পোশাকে থাকা এক সদস্য অনুমতি ছাড়া ভিডিও করায় প্রশ্ন তোলেন।