X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মামলা থেকে আ.লীগ নেত্রীর নাম কাটতে ১০ লাখ টাকা ঘুষ, উপপুলিশ কমিশনারকে বদলি

রংপুর প্রতিনিধি 
১৫ মার্চ ২০২৫, ২২:৫৮আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২২:৫৮

১০ লাখ টাকা ঘুষ-বাণিজ্য ও থানায় মামলার বাদীকে মারধর করে গুলি করার চেষ্টার অভিযোগ ওঠার পর রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে বদলি করা হয়েছে। শনিবার দুপুরে রংপুর মহানগর পুলিশ থেকে তাকে বদলি করে পুলিশের সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামীকাল রবিবার শিবলী কায়সার যেন সদর দফতরে রিপোর্ট করেন। শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) হাবিবুর রহমান।

শিবলী কায়সার মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় গত বৃহস্পতিবার সকালে তাকে ‘অপরাধ’ থেকে প্রত্যাহার করে ‘ক্রাইম অ্যান্ড অপসে’ সংযুক্ত করা হয়।

মহানগর পুলিশ কমিশনারের দফতর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগে থানায় মামলা করতে গিয়ে মারধরের শিকার হন এক ব্যবসায়ীর প্রতিনিধি। শিবলী কায়সারের বিরুদ্ধে কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে মামলা করতে যাওয়া ব্যক্তিকে বেধড়ক পিটুনির অভিযোগ ওঠে। সেইসঙ্গে গুলি করার চেষ্টা করা হয়। নগরের কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার পর থানা পুলিশ চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ব্যক্তির একটি মামলা নিলেও আসামির তালিকায় ওই পুলিশ কর্মকর্তাকে রাখা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার পর রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ১১ মার্চ পুলিশ সদর দফতরে শিবলী কায়সারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন লিপি খান। অভিযোগের সঙ্গে অমিত বণিকের সঙ্গে ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিও রেকর্ড জমা দেন লিপি। 

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অমিত বণিককে থানায় ডেকে নেয় কোতোয়ালি থানা পুলিশ। ওই দিন বিকাল ৪টার দিকে লিপি খানের পক্ষে কোতোয়ালি থানায় মামলা করতে যান তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক পলাশ হাসান (২৭)। মামলার আসামি হতে পারেন ভেবে বিকাল ৫টার দিকে থানায় যান উপপুলিশ কমিশনার শিবলী কায়সার। তখন থানায় আরেক উপপুলিশ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

শিবলী কায়সার থানায় ঢুকেই পলাশ হাসানের ওপর চড়াও হন এবং তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে পলাশকে গুলি করতে উদ্যত হন। পরে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা নেওয়া হলেও এতে আসামি করা হয় শুধু অমিত বণিককে। মামলায় আগে থেকেই থানা হেফাজতে থাকা অমিত বণিককে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী পলাশ হাসান এজাহারে উল্লেখ করেন, গত ১৩ নভেম্বর একটি মামলায় লিপি খানকে ১৭৯ নম্বর আসামি করা হয়। এ নিয়ে লিপি খানের পূর্বপরিচিত অমিত বণিকের সঙ্গে মোবাইলে কথা হয়। সেই সময় তিনি বলেন, পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের সঙ্গে তার সখ্যতা আছে। ১০ লাখ টাকা দিলে মামলা থাকবে না এবং তিনি সুরক্ষা পাবেন। অনেক অনুরোধ করার পরও অমিত ১০ লাখ টাকা দাবি করেন। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সংযুক্ত করা হয়। অডিও ক্লিপে লিপি খানকে ব্যবসায়ী অমিতকে বলতে শোনা যায়, উপপুলিশ কমিশনার শিবলী কায়সারকে ১০ লাখ টাকা দিলে মামলা থেকে নাম কেটে দেবেন।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থানায় ঘটে যাওয়া পুরো ঘটনা পুলিশের সদর দফতরে জানানো হয়েছে। শিবলী কায়সারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সদর দফতর। একইসঙ্গে আওয়ামী লীগ নেত্রী লিপি খানকে গ্রেফতারে রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি। ওই মামলা থেকে নিজের নাম বাদ দিতে ঘুষ-বাণিজ্য করেছেন। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ