X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে বসে কলেজশিক্ষার্থী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৯:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৫০

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে বসে শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯) নামে এক শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় মামলার পর তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার শিক্ষার্থী জানান, অসুস্থ মামাতো বোনের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয় তিনি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী এসএম (সূতি মাহমুদ) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার শিক্ষার্থী শাহারিয়ার জান্নাতি অনামিকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. শাহ আলমের মেয়ে। তিনি পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এইচএসসিতে অধ্যয়নরত।

এ বিষয়ে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার জানান, কেন্দ্রের কক্ষ নং-১১২, রোল নং-৯৫২০১৮ আফরিন আক্তার অরথি বদলে পরীক্ষায় অংশ নেয় শাহারিয়ার জান্নাতি অনামিকা। বিষয়টি টের পেয়ে প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সেই সঙ্গে নিয়মিত পরীক্ষার্থী আফরিন আক্তারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া আফরিন আক্তার অরথি গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে পলাশবাড়ী পৌর শহরের পলাশগাছী গ্রামের আসাদুজ্জামান মিয়ার মেয়ে।

তবে গ্রেফতার শাহারিয়ার জান্নাতি অনামিকা জানান, আফরিন আক্তার অরথি সম্পর্কে তার মামাতো বোন হয়। তবে অরথি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে নিরুপায় হয়ে তার পরিবর্তে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি।  

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভট্ট বলেন, প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে শাহারিয়ার জান্নাতি অনামিকা নামে একজন গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব মো.আব্দুল বারী সরকার বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে বিকালে ওই প্রক্সি পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বশেষ খবর
এনসিপির কর্মসূচিতে আসেনি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেনি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান