X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভালো কাজ করার শর্তে ৭০ শিশুকে মুক্তি দিলেন আদালত

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৩ অক্টোবর ২০২১, ১৬:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৬:৪৭

ভালো কাজ করার শর্তে ৫০টি মামলায় অভিযুক্ত ৭০ শিশুকে মুক্তি দিয়েছেন সুনামগঞ্জের শিশু আদালত। এসব শিশুকে কারাগারে না পাঠিয়ে ফুল আর ডায়েরি উপহার দিয়ে মা-বাবার জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় এই ৫০ মামলার রায় দেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন। এ সময় আদালতের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত শিশুদের হাতে ফুল ও ডায়েরি তুলে দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এসব শিশু চুরি, মারামারির মতো ছোটখাটো অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন আদালতে হাজিরা দিয়েছে। সংশোধনের জন্য তাদের কেন্দ্রে না পাঠিয়ে মা-বাবার জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর শিশুরা শর্তগুলো মেনে চলছে কিনা তা মনিটরিং করবেন প্রবেশন কর্মকর্তা ও একজন পুলিশ কর্মকর্তা। আদালতের আদেশের ব্যত্যয় ঘটলে তাদের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হবে। এই রায়ের ফলে শিশুরা পরিবারে থেকে সংশোধনের সুযোগ পাবে। 

প্রবেশনকালীন যেসব শর্ত পালনের কথা উল্লেখ করেছেন বিচারক সেগুলো হলো—এক, প্রতিদিন দুটি ভালো কাজ করা এবং আদালত থেকে দেওয়া ডায়েরিতে তা লিখে রাখা এবং বছর শেষে সেই ডায়েরি আদালতে জমা দেওয়া। দুই, মা–বাবাসহ গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলা এবং কাজকর্মে তাদের সাহায্য করা। তিন, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা এবং ধর্মকর্ম পালন করা। চার, অসৎ সঙ্গ ত্যাগ করা। পাঁচ, মাদক থেকে দূরে থাকা। ছয়, ভবিষ্যতে কোনও অপরাধে নিজেকে না জড়ানো।

জেলা প্রবেশন কর্মকর্তা শাহ শফিউর রহমান বলেন, ওসব শিশু আদালতের আদেশ মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করবো। নিয়মিত মনিটরিং করবো। তিন মাস পরপর তাদের প্রতিবেদন আদালতে জমা দেবো। প্রবেশনের মেয়াদ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন  আদালত।

জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রামের মুক্তিপ্রাপ্ত এক শিশু জানায়, সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। মামলায় হাজিরা দিতে এসে লেখাপড়ার সময় নষ্ট হচ্ছে। আজ মুক্তি পেয়েছে। এখন থেকে মারামারিতে জড়াবে না। 

সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনজীবী আইনুল ইসলাম বাবলু বলেন, এসব শিশু কারাগারে গেলে দাগি অপরাধীদের সংস্পর্শে যেতো। এতে তাদের ভালো হওয়ার সুযোগ কমে যেতো। আদালতের এই রায়ের ফলে শিশুরা বাবা-মায়ের জিম্মায় থেকে সংশোধনের সুযোগ পাবে। এই রায় মাইলফলক হয়ে থাকবে।

শিশু আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাসান মাহাবুব সাদী বলেন, এই শিশুরা স্বাভাবিক কাজকর্ম, পড়ালেখা বাদ দিয়ে মাসে মাসে আদালতে হাজিরা দিতে আসতো। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতো। আদালতের এই রায়ের ফলে শিশুরা হয়রানি থেকে মুক্তি পেলো। তাদের পরিবার হয়রানি থেকে রক্ষা পেলো।

/এএম/
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ডাকাতি: একজন কারাগারে, রিমান্ডে ৫  
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে