X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সংকট মোকাবিলায় বিকল্প সমাধান খুঁজতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

শাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ২০:১৭আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২০:১৭

দেশের চলমান সংকট মোকাবিলায় শিল্পে উৎপাদন বৃদ্ধিতে গবেষক ও অভিজ্ঞদের বিকল্প সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটে অন্যান্য দেশের মতো সমানভাবে বাংলাদেশও বিভিন্ন সংকটের মুখে পড়েছে। সংকট মোকাবিলায় শিল্পে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গবেষক ও বিশেষজ্ঞদের বিকল্প সমাধান খুঁজে বের করতে হবে।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এ ধরনের সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে অনন্য মাত্রা যোগ করবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তি ও প্রকৌশল বিভাগ সবচেয়ে বড় অবদানের সুযোগ রয়েছে। উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে পারবেন দেশের প্রকৌশলী, বিজ্ঞানী, উদ্যোক্তা ও নীতি-নির্ধারকরা।’

বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য দেন সম্মেলন সভাপতি ও এপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। সম্মেলনের সার্বিক তথ্য উত্থাপন করেন সম্মেলন সচিব ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।

উল্লেখ্য, তিন দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা ও শিক্ষার প্রেক্ষাপটে আয়োজিত সম্মেলনে বাংলাদেশসহ ১৪টি দেশের গবেষকদের ১৯০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। চারটি কি-নোট সেশন, চারটি প্লেনারি সেশন, তিনটি ইনভাইটেশন সেশন ও ৩৪টি প্যারালাল সেশনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

/এএম/
সম্পর্কিত
বাসে শাবির ছাত্রীকে হেনস্তা, সুপারভাইজারকে পুলিশে সোপর্দ
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করলো বিমসটেক
এক দশক পর শাবি ছাত্রদলে নতুন নেতৃত্ব, সভাপতি রাহাত সম্পাদক নাঈম
সর্বশেষ খবর
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি