X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
অভিযোগ আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে

মামলা করায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করলো আসামিরা

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার বাদী জামায়াত কর্মী মোহাম্মদ মুশাহিদকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসামি আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরতলির আলমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ আহত মুশাহিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

আহতের পরিবার জানায়, হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুর এলাকায় গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মামলার বাদী মুশাহিদসহ অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ ও আহত হয়। পরে হামলা করে ছাত্র-জনতাকে আহত করার অভিযোগে হবিগঞ্জ সদর থানায় গত ৮ সেপ্টেম্বর মামলা করে আহত জামায়াত কর্মী মুশাহিদ।

মামলায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সামছুল হক, আওয়ামী লীগ নেতা কাশেম, সাইদুর, মহিবুর রহমান মাহি, কাওসার মিয়া, আব্দু সালাম, আব্দুল জলিল, তোফাজ্জল মিয়াসহ ৫৬ জনকে আসামি করা হয়।

এ মামলার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মামলার বাদী মুশাহিদ শহরে আসার পথে আলমপুর মসজিদের সামনে আসামিরা তাকে অবরুদ্ধ করে। পরে আসামি কাশেম মিয়া, কাওসার মিয়া, আব্দু সালাম, আব্দুল জলিল, তোফাজ্জল মিয়াসহ ১৫-১৬ জন তাকে উঠিয়ে নিয়ে আলমপুর গ্রামের আসামি আওয়ামী লীগ নেতার বাড়িতে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আওয়াল জানান, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ।

হবিগঞ্জ পৌর জামায়াতের আমির ও মুশাহিদের ভাই আতিকুল ইসলাম সোহাগ বলেন, ‘এখনও যদি খুনি হাসিনার দোসররা মামলার বাদীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তাহলে আমরা বিচার পাবো কোথায়?’ তিনি হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারসহ কঠিন আইনি ব্যবস্থার দাবি জানান।

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
আ.লীগ নিষিদ্ধে জনগণ যদি-কিন্তু শুনতে চায় না: হাসনাত আব্দুল্লাহ
সর্বশেষ খবর
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে  নিহত ৬
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু
সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’