সুনামগঞ্জের দিরাইয়ে টহল পুলিশের সদস্যকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) বুধবার রাত ২টায় সুনামগঞ্জের মদনপুর-দিরাই সড়কের দিরাই থানাধীন শরীফপুর এলাকায় সড়কে পার্কিং থাকা ট্রাক চালক ও হেলপারের কাছে পুলিশ পার্কিংয়ের থাকার কারণ জানতে চাইলে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় অবৈধপণ্য আছে কি না তল্লাশি করতে পুলিশ সদস্য মামুন ট্রাকের ওপরে উঠে পড়েন। ধরা পড়ে যাওয়ার ভয়ে ট্রাক চালক ওই পুলিশ সদস্যকে নিয়ে ট্রাক চালানো শুরু করেন। পরে দিরাই থানা পুলিশের টহলগাড়ি ওই ট্রাকের পিছু ছুটে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ থানা এলাকায় আসে। পুলিশ সদস্যকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি শান্তিগঞ্জ থানার পুলিশকে জানানো হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেকপোস্ট বসায়। পুলিশ সদস্যকে নিয়ে চলা ট্রাকের চালক অসৎ উদ্দেশে দ্রুতগতিতে ট্রাক চালানোর ফলে শান্তিগঞ্জ এলাকায় সিলেটগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে ফেলে দেয়।
প্রাইভেটকারটি সড়কের পাশের আমন ক্ষেতে পড়ে। তবে যাত্রী ও চালক কেউ আহত হননি। ট্রাকের পেছনে পুলিশের টহল গাড়ি সামনে চেকপোস্টের মধ্যেভাগে ট্রাক থামিয়ে ট্রাকের চালক ও হেলপার দৌড়ে ক্ষেতের দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ তাদেরকে আটক করে শান্তিগঞ্জ থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ট্রাকটি ডাকাতির কাজে ব্যবহার করা হতো। দিরাইর শরীফপুর এলাকা থেকে ডাকাতির জন্য আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিল।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, দিরাই উপজেলার শরীফপুর এলাকা থেকে থানার টহল পুলিশের সদস্য মামুন ট্রাক তল্লাশির সময় তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । জনতা ধাওয়া করে পিটুনি দিলে তারা কিছুটা আহত হয়। ট্রাক থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশীয় অস্ত্র ও ব্যবহৃত ট্রাক আটক করা হয়েছে। পুলিশের চালক ও হেলপার অসংলগ্ন কথা বলায় তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদেরকে আটক দেখানো হয়েছে।