X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

শব্দদূষণ রোধে প্রচারণা চালাবে শিক্ষার্থীরা

এস এম আববাস
২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২০

 

শব্দদূষণ রোধে প্রচারণা চালাবে শিক্ষার্থীরা

অতিমাত্রায় শব্দদূষণ রাজধানীর জীবনযাত্রাকে যেমন বিঘ্ন করছে, তেমনি অসুস্থ করে তুলছে সাধারণ মানুকে। এই দূষণ শুধু রাজধানীতে নয়, সারাদেশেই হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় দূষণ প্রতিরোধে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, শব্দদূষণ রোধে শিক্ষার্থীদের সচেতন করতে এবং শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছাতে এই কার্যক্রম হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচি সম্পর্কে নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিগগিরই তা বাস্তবায়নের নির্দেশ দেবে মাউশি।

কর্মসূচি অনুযায়ী, সপ্তাহে একদিন ব্যানার ও ফেস্টুন নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কের ফুটপাথে দাঁড়াবে শিক্ষার্থীরা। ব্যানার ও ফেস্টুনে শব্দদূষণ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা থাকবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত তারা শুধু দাঁড়িয়েই কর্মসূচি পালন করবে তা নয়,  শব্দদূষণ না করার জন্য মানুষের কাছে শিক্ষার্থীরা আহ্বান জানাবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘কাগজে-কলমে লেখাপড়ার বাইরে শিক্ষার্থীদের ৭টি সফট স্কিল শেখানোর কাজ চলছে। এর আওতায় শিক্ষার্থীদের শব্দদূষণ বিষয়ে সচেতন করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয়টি নিজেরা জানবে এবং একইসঙ্গে মানুষকেও সচেতন করবে।’ গোলাম ফারুক আরও বলেন, ‘সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে শব্দদূষণ নিয়ে অধ্যায় রয়েছে। ষষ্ঠ শ্রেণিতেও রয়েছে। তবে এই কর্মসূচি লেখাপড়ার বাইরে। এই কার্যক্রম দীর্ঘদিন পর্যন্ত চলবে।’

মাউশি সূত্রে জানা গেছে, এ বছর থেকে ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যালিটি, মোরালিটি, অ্যাডাপ্টেবিলিটি, সোসাল কমিটমেন্ট ও স্বাস্থ্যসহ সাতটি সফট স্কিল শিক্ষার্থীদের আয়ত্ব করানোর কাজ শুরু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবল। পরিবেশ অধিদফতরের গত বছরের জরিপে দেখা যায় দেশের বিভাগীয় শহরগুলোয় শব্দের মাত্রা ১৩০ ডেসিবল ছাড়িয়ে গেছে। যা স্বাভাবিক মাত্রার চাইতেও প্রায় তিনগুণ বেশি। মাত্রাতিরিক্ত শব্দের কারণে ইতোমধ্যে দেশের প্রায় ১২ শতাংশ মানুষের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে বলে পরিবেশ অধিদফতরের সাম্প্রতিক জরিপে উঠে আসে। সেইসঙ্গে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ, ফুসফুসজনিত জটিলতা, মস্তিষ্ক বিকৃতি, স্মরণশক্তি হ্রাস, মানসিক চাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

শব্দদূষণ রোধে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন’ ১৯৯৬ সাল থেকে শব্দ সচেতনতা দিবস পালন করে আসছে। তবে বাংলাদেশে বেসরকারিভাবে দিবসটি পালন শুরু হয় ২০০৩ সালে। তবে এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের সবেচন করতে পাঠ্যক্রমের বাইরে শব্দদূষণ সম্পর্কে সচেতন করতে কার্যক্রম হাতে নিচ্ছে সরকার।

/এমআর/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
নিকলীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন কামাল ব্রিকস, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট