X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের খোলা চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৭:০১আপডেট : ২৯ জুন ২০২১, ১৮:৪৩

১৬ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। উল্টো চাকরি হারানোর আতঙ্কে রয়েছেন তারা। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রীকে দেওয়া খোলা চিঠিটি মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো হয়।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আহবায়ক হারুন-অর-রশিদ প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠিটি লিখেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে শিক্ষকদের অন্য একটি সংগঠন ‘বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ' বেতন-ভাতা দাবি করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ করে বেসরকারি কলেজগুলোকে জানিয়ে দিয়েছে, শিক্ষকদের বেতন দেওয়া না হলে অধিভুক্তি বাতিল করা হবে। এই পরিস্থিতিতে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দেন।

চিঠিতে হারুন-অর-রশিদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজগুলোয় অনার্স-মাস্টার্স স্তরের সাড়ে ৫ হাজার শিক্ষক গত কয়েক বছর শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনেকবার আবেদন-নিবেদন করেছে।

চিঠিতে বলা হয়, সংখ্যায় আমরা সাড়ে ৫ হাজার  শিক্ষক  এবং দেশের প্রান্তিক পর্যায়ের সাড়ে ৩ লাখ গরিব ও মেধাবী শিক্ষার্থী আমাদের দ্বারা উচ্চশিক্ষা লাভ করলেও আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। একই কলেজে ডিগ্রি পর্যন্ত শিক্ষকরা এমপিওভুক্ত হলেও আমাদের দীর্ঘ ২৯ বছর নন-এমপিও রাখা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কোভিড-১৯ তাণ্ডবে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ১৬ মাস ধরে বন্ধ থাকায় এবং সঙ্গত কারণে টিউশন ফিস আদায় হয়নি। ফলে বেতন- ভাতা পাবার সম্ভাবনা নেই। এমতাবস্থায় স্ত্রী, ছেলে-মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যের ঈদের কেনাকাটা তো দূরের কথা, ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা সম্ভব নয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনবল কাঠামো অনুযায়ী ডিগ্রিস্তর পর্যন্ত পরিচালিত এমপিওভুক্ত কলেজগুলোয় ১৯৯৩ সালে অনার্স-মাস্টার্সের অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। বিধিবিধান অনুযায়ী নির্ধারিত স্কেলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের মূল বেতন দেওয়ার শর্তে অনার্স-মাস্টার্সের বিষয় অনুমোদন পায়। জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কলেজের টিউশন ফি থেকে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার নির্দেশনা দেয় প্রতিষ্ঠানগুলোকে। এই পর্যায়ে কলেজগুলোর জনবল কাঠামোতে স্থান পায় না অনার্স ও মাস্টার্স স্তরের শিক্ষকদের পদ। ফলে সরকারি বিধিবিধানের আলোকে এমপিওভুক্ত হওয়ার সুযোগ বঞ্চিত হন তারা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
কলেজ সরকারি, চলে বেসরকারি ব্যবস্থাপনায়!
সরকারি কলেজে শূন্য পদের তালিকা চেয়েছে সরকার
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন