X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

শিক্ষক-শিক্ষার্থীদের করোনা চিকিৎসার ব্যয় কার?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:২৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:২৩

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা করোনাভাইরাসে সংক্রমিত হলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু আক্রান্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় মেটানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশনা নেই। ফলে কে তাদের ব্যয় মেটাবে তা নিয়ে প্রশ্ন শিক্ষক ও অভিভাবকদের।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘যাদের সামর্থ্য আছে তারা করোনা চিকিৎসা নিজেরাই করবেন। কারণ চিকিৎসা সরকারি হাসপাতালে ফ্রি। তারপরও যে অনুষঙ্গিক বাড়তি খরচ তাতে যাদের সামর্থ্য নেই তাদের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন সহযোগিতা নিয়ে করতে হবে।’

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত হচ্ছে। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

প্রাথমিকে নতুন ক্লাস যুক্ত হচ্ছে না
করোনা পরিস্থিতি অনুকূলে এলে পর্যায়ক্রমে পুরোপুরি শ্রেণি পাঠদান শুরুর পরিকল্পনা থাকলেও সংক্রমণের এই অবস্থায় সরকারি প্রাথমিকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে নতুন করে কোনও ক্লাস যুক্ত হবে না।

করোনা সংক্রমণ কমলেও শিক্ষার্থীদের মধ্যে করোনা যাতে না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আপাতত যেভাবে চলছে সেভাবেই বিদ্যালয়ে শ্রেণি পাঠদান চলবে। প্রত্যেক শ্রেণির জন্য প্রতিদিন তিনটি করে বিষয়ের শ্রেণি পাঠদান চলছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে পরিস্থিতির ওপর নির্ভর করে স্থানীয়ভাবে পাঠদান পরিকল্পনা নতুন করে করার কথা বলা থাকলেও এই পরিস্থিতিতে আপাতত নতুন ক্লাস যুক্ত হবে না।

/এসএমএ/এমআর/ইউএস/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
সর্বশেষ খবর
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ