X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পাবলিক বিশ্ববিদ্যালয় মান অর্জনে মনোযোগী নয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ০০:২৬আপডেট : ১১ মে ২০২২, ০০:২৬

টাকা উপার্জন করতে হয় না বলে কোনও কোনও পাবলিক বিশ্ববিদ্যালয় মান অর্জনে মনোযোগী নয়, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১০ মে) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই অবস্থার পরিবর্তন করতেই হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের মান অর্জন করতে, বিশ্বমানে নিজেদের নিয়ে যেতেই হবে।’

রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দীপু মনি বলেন ‘আমাদের লক্ষ্য অর্জন ও চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান হাতিয়ার শিক্ষা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের যত সম্ভাবনা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আগামী দিনের বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নে বেন্ডেড এডুকেশন বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করেছি। ডিজিটাল সিকিউরিটি ও সফট স্কিল কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছি। উচ্চ শিক্ষায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ন্যূনতম নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও হচ্ছে’।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে সকল বিশ্ববিদ্যালয়কে বলবো— বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে বিষয় পড়ুক না কেন, সাহিত্য, ইতিহাস, দর্শন আর আইসিটি কোর্স করানো উচিত। বিশেষ করে সাহিত্য আর দর্শন সকল বিশ্ববিদ্যালয়ে পড়ানো উচিত, তা না হলে বিশ্ববিদ্যালয় পলিটেকনিক হয়ে যায়। দয়া করে আপনারা (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) বিবেচনায় নেবেন।’

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেশি ভর্তির চেয়ে মান অর্জন জরুরি। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের ধারণ ক্ষমতা বিবেচনা না করে শিক্ষার্থী বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতায় নামছে। এতে করে প্রত্যক্ষ কুফল দেখতে পাচ্ছি। ধারণ ক্ষমতার অনেক বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে,থাকার জায়গা নেই,তেমন খেলার জায়গা নেই,সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও জায়গা নেই। বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চা ও জ্ঞান সৃষ্টির পীঠস্থান।’  

দীপু মনি বলেন,কোনও কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার বদলে ব্যবসায়িক স্বার্থ প্রধান্য দিচ্ছে। অপরদিকে অর্থ উপার্জন করতে হয় না বলে কোনও কোনও পাবলিক বিশ্ববিদ্যালয় তেমন মান অর্জনে মনযোগী নয়। এই অবস্থার পরিবর্তন করতেই হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের মান অর্জন করতে, বিশ্বমানে নিজেদের নিয়ে যেতেই হবে।

/এসএমএ/এলকে/
সম্পর্কিত
গোপনে স্কুলের গাছ বিক্রি, প্রায় কোটি টাকা তছরুপ
ছাত্রদল নেতা নিহতের এক যুগ পর দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা
দ্বিতীয় ক্যাম্পাসের জমি বুঝে পেলো জবি
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক