X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম ঢেলে সাজানোর পরামর্শ শিক্ষা উপমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ০২:২৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ০২:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। একইসঙ্গে গবেষণা ফোকাস করার পরামর্শও দেন তিনি।

শনিবার ( ২ জুলাই) রাতে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে-এর ভার্চুয়াল আলোচনায় এ  পরামর্শ দেন উপমন্ত্রী। বাংলা ট্রিবিউন এবং একাত্তর টেলিভিশন এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এস এম মাকসুদ কামাল, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ মাসুদ কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,  শিক্ষার্থীদের পরিবেশ ও লেখাপড়া করার  সরকার অবকাঠামো নির্মাণ করেছে। কর্তৃপক্ষের দায়িত্ব এগুলোকে ভালো রাখা। এসব ব্যবহারের বিষয়ে আমাদের সন্তানদের মনোযোগী করতে হবে।

শিক্ষার্থীদের মৌলিক চাহিদা বিশ্ববিদ্যালয় মেটাতে না পারলে কীভাবে তাদের উন্নয়ন হবে—এমন প্রশ্নও তোলেন নওফেল। তিনি বলেন, আমাদের দেশে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ছিল না। আমরা ফ্রেমওয়ার্ক করেছি। আমরা টেকনিক্যাল এডুকেশন ফ্রেমওয়ার্ক করেছি। উচ্চশিক্ষার জন্য আমরা বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছি। সেই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করেছি। আমাদের দেশের ডিগ্রিগুলোর নিজের দেশের ভেতরেই অ্যাক্রিডিটেশন ছিল না। এখন কোর্স অ্যাক্রিডিটিশন করতে হবে পাবলিক ও প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়কে।

কারিকুলাম পরিবর্তন প্রসঙ্গে নওফেল বলেন, কারিকুলামে পরিবর্তন আনতেই হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কন্টাক্ট বাড়াতে হবে। আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এতে উপকৃত হবে। অ্যাক্রিডিটেশন ছাড়া কোনও কোর্স পরিচালনা করা যাবে না। শিক্ষার্থীদের টিচিং হ্যাবিট পরিবর্তন করতে। কোর্স পরিবর্তন করতে হবে। রিসার্চ ম্যাথডোলজি ছাড়া শিক্ষার মান উন্নয়ন হবে না। ক্রমাগত পরিবর্তন না হলে বাস্তবতার সঙ্গে কানেক্ট করা সম্ভব হবে না।

উপমন্ত্রী মডিউলার এডুকেশনের গুরুত্বের কথাও তুলে ধরেন।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ