X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পুঞ্জিভূত সমস্যা সমাধান করা অনেক কঠিন: নওফেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৯:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৩৪

শিক্ষায় দীর্ঘ সময়ের পুঞ্জিভূত সমস্যা সমাধান করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষকের মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ সময়ের পুঞ্জিভূত সমস্যা সমাধান করা অনেক কঠিন। প্রধানমন্ত্রী যেভাবে শিক্ষায় বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগের সুফল আমরা অবশ্যই পাবো।

নওফেল বলেন, আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের লিখতে পারা, বলতে পারা, গুণতে পারার দক্ষতা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। সেটা সম্ভব হয়েছে আমাদের শিক্ষকদের কারণে। মাধ্যমিক শিক্ষায় আমরা অনেক দেশের তুলনায় অনেক এগিয়ে আছি। সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষকদের নিষ্ঠা, আন্তরিকতা এবং দক্ষতা।’

শিক্ষকদের দক্ষতা অর্জনের বিষয় তুলে ধরে উপমন্ত্রী বলেন, আমাদের শিক্ষকদের শিক্ষা অর্জনের পথে তাকতে হবে, দক্ষতা অর্জনের পথে থাকতে হবে। সেজন্য আমাদের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা অর্জন এবং সেগুলো শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে পাঠদানকালীন বাস্তবায়ন করতে হবে। এই নিষ্ঠা আমরা শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশা করি।

শিখতে শেখার মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, এর মাধ্যমে আগামী দিনের যোগ্য, দক্ষ নাগরিক তৈরি করতে হবে। শুধুমাত্র কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা, মাদ্রাসা বা সাধারণ শিক্ষার খাত, এই মানসিকতার বাইরে এসে আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। তাদের সব ধরনের বৃত্তি ও পেশাকে সম্মান করাটা শেখাতে হবে। তাকে যেন না শেখাই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। গাড়ি ঘোড়া চড়াই জীবনের লক্ষ্য নয়, এই মানসিকতা পরিবর্তন করতে হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা  অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস