X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটকে অনার্স-মাস্টার্স শিক্ষকদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৭:০৮আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭:০৮

এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা।  অনার্স-মাস্টার্স স্তরের নন-এমপিও  প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষকদের পক্ষে রবিবার সকাল (১২ মার্চ) থেকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।                            

শিক্ষকদের দাবি— এমপিওভুক্ত কলেজের নন-এমপিও শিক্ষকদের জনবল কাঠামো অন্তর্ভুক্ত করে, অথবা বিশেষ ব্যবস্থায় এমপিওভুক্ত করতে হবে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এমপিওভুক্ত কলেজে উচ্চশিক্ষা স্তরে নিয়োজিত শিক্ষকরা দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে অনেকে অবসরে গেছেন, নতুন নিয়োগ পেয়েও মানবেতর জীবনযাপন করছেন তারা।    

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ‘২২৫৭টি বেসরকারি কলেজগুলোতে বিধি মোতাবেক নিয়োগ পাওয়া সারাদেশের সাড়ে ৫ হাজার অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্তি না থাকার অজুহাতে দীর্ঘ ৩০ বছর থেকে সরকারি সুযোগ সুবিধার বাইরে রাখা হয়েছে। প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয় না। করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠান থেকে নামমাত্র বেতনটুকুও বন্ধ থাকায় শিক্ষকদের জীবন-জীবিকা কঠিন হয়ে পড়ে।’

হারুন-অর-রশিদ আরও বলেন, ‘একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সদ্য জাতীয়করণ করা কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা ক্যাডার/নন-ক্যাডারভুক্ত হয়েছেন। ডিগ্রি ‘তৃতীয় শিক্ষকরা’ জনবলে না থাকার পরেও এমপিওভুক্ত হয়েছেন। অপরদিকে কামিল (মাস্টার্স) শ্রেণির শিক্ষকরাও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স-মাস্টার্স শিক্ষকরা এনটিআরসিএ সনদধারী হয়েও জনবল ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না, যা চরম বৈষম্য এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।’

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক সুকোমল সেন বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার একাধিক নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত নবম ও দশম সংসদের স্থায়ী কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষার কৌশল বাস্তবায়নের জন্য এসব শিক্ষকের এমপিওভুক্ত করা অত্যন্ত যৌক্তিক ছিল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষাবান্ধব সরকারের সুযোগ্য শিক্ষামন্ত্রীর বিশেষ নির্দেশনার মাধ্যমে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে এমপিওভুক্তি চাই, বেঁচে থাকার সুযোগ চাই।’

ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ জানান, দ্রুত এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের চূড়ান্ত কর্মসূচি হিসেবে আজ  থেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। অবিলম্বে আমাদের এমপিওভুক্তির যৌক্তিক দাবি পূরণ না হলে আমরণ অনশনের মতো কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া উপায় থাকবে না।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বেড়েছে, ক্লাস শুরু ২৬ মে
সর্বশেষ খবর
আপিলের জন্য ডা. জুবাইদার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট
আপিলের জন্য ডা. জুবাইদার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়