X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

দেড় কোটি ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি ভালুকা স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ০৪:৩১আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৪:৩১

বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হেইলিবারি ভালুকা স্কুল দেড় কোটি ডলারের একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপের ঘোষণা দিয়েছে। বুধবার (১২ এপ্রিল) ঢাকা একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়।

হেইলিবারি একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প, শিক্ষা খাত ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। স্কুলটির প্রধান শিক্ষক সাইমন ও’ গ্রেডি বৃত্তির যাবতীয় তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড ড্যান পাশা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ও নিল এবং ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলস অ্যাসোসিয়েশনের প্রধান মাদিহা মুর্শেদ।

অনুষ্ঠানে জানানো হয়, এ ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত মেধাভিত্তিক বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। গ্রেড-৬ ও এর ওপরের ক্লাসের শিক্ষার্থীরা এ শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন। বৃত্তির জন্য ১১ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট ৪ (সিএটি–৪) দিতে হবে। যেসব শিক্ষার্থী কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট, সাক্ষাৎকার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উত্তীর্ণ হবেন, তাদের এই বৃত্তির জন্য আবেদন করতে আমন্ত্রণ জানানো হবে। হেইলিবারি ভালুকায় ভর্তি হলেই বৃত্তির সুযোগ মিলবে।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বাংলাদেশমুখী বিনিয়োগের ক্ষেত্রে অনন্য নিদর্শন এই হেইলিবারি স্কলারশিপ ফান্ড। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, দেশের শিক্ষাসহ অন্যান্য খাতে বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ছে।’

হেইলিবারি ভালুকা’র প্রধান শিক্ষক সাইমন ও’ গ্রেডি বলেন, ‘আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করবে হেইলিবারি।’

গত বছরের ১৫ অক্টোবর বাংলাদেশে যাত্রা শুরু করে হেইলিবারি। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হেইলিবারি ও বাংলাদেশের বেস্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশে এই স্কুলের কার্যক্রম চলবে। শিগগিরই হেইলিবারি ভালুকায় ক্লাস শুরু হবে।

/ইউএস/
সম্পর্কিত
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
ইউজিসি এবার পিএইচডি স্কলারশিপ দেবে ৭৫ জনকে
জার্মানিতে স্কলারশিপের সুযোগ চায় ইউজিসি
সর্বশেষ খবর
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন