X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

অ্যাডহক নিয়োগসহ ৫ দফা দাবি কলেজ শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৮:১৪আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৮:২২

শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেড ও ধাপ বহাল রেখে বেতন-ভাতাদি নির্ধারণ এবং  যাচাই-বাছাইয়ের নামে কালক্ষেপণ না করে পদ তৈরিসহ শিক্ষক-কর্মচারীকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) নেতারা।

শনিবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনের আয়োজন করে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)

নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে সরকারি করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার ৭ বছর, জিও জারির ৫ বছর পার হলেও নিয়োগ দেওয়া হয়েছে ১৪১টি কলেজে। অদৃশ্য কারণে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন না পাওয়ায় নিয়োগ বাকি আছে ১৮৮ কলেজে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইসাহাক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যেতে চাই। আমরা কোনও সরকারবিরোধী কাজে আসিনি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের দাবি আদায়ের জন্য এসেছি। সরকারের কাছে অনুরোধ— আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন।’

তিনি আরও বলেন, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে ১  অক্টোবর থেকে  কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।’

শিক্ষকদের ৫ দফা দাবি
১. আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেড ও ধাপ বহাল রেখে বেতন-ভাতাদি নির্ধারণ এবং অধিকতর যাচাই-বাছাইয়ের নামে কালক্ষেপণ না করে শিক্ষক-কর্মচারীদের ৩০  সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগ দিতে হবে। 
২. পদ-সোপান তৈরি ও আত্তিকৃত শিক্ষকদের সরকারি কলেজের অনুরূপ সহকারী অধ্যাপক (নন-ক্যাডার), সহযোগী অধ্যাপক (নন-ক্যাডার), অধ্যাপক (নন-ক্যাডার) পদে পদোন্নতির উপবিধি প্রণয়ন করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পদোন্নতি প্রদান করতে হবে। 
৩. আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদেরর বেসরকারি আমলের ধারাবাহিক চাকরিকালের শতভাগ সময় সরকারি চাকরিকাল হিসেবে গণনা করে বেতন-ভাতাদি নির্ধারণ, জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি, পেনশন ও ছুটিসহ সব ক্ষেত্রে কার্যকর করতে হবে।
৪.  আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি আত্তিকরণ বিধিমালা-২০১৮ তে আত্তীকৃত কলেজগুলোকে আবদলী যোগ্য করতে হবে।
৫. জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া কোয়ারি ও রিভিউ কার্যক্রম  ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

সংগঠনের সভাপতি মো. ইসাহাকের সভাপতিত্বে ও সহ-সভাপতি ও কর্মসূচি বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক আ ন ম রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— সাধারণ সম্পাদক  কামরুল হাসান পাঠান, সহ-সভাপতি জাকারিয়া মাহমুদসহ সংগঠনের নেতারা। 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বশেষ খবর
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো