X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৭:২৯আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭:৩৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অনেক আগে থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই। ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।’

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান।

এদিকে রাজধানীসহ দেশের কয়েক জেলায় পরীক্ষা পেছানোর দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন কর আসছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব পরীক্ষার আগে দেখি পরীক্ষার্থীদের একটা অংশ বলে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও দেখে দেখে অভ্যস্ত যে কলেজে-স্কুলে পরীক্ষা পেছাও। যারা দাবি করে, তারা বলে যে আমি পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে, এটা অনেক দিন আগেই ঘোষণা দেওয়া আছে। শিক্ষার্থীদের অধিকাংশই এই সময়টা সামনে রেখে নিজেকে তৈরি করেছে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যারা মনে করছে প্রস্তুত না, এখনও কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদেরও পরীক্ষা হয়তো অতো খারাপ হবে না। পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই।’

শিক্ষার্থীদের আইসিটি পরীক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে। আমরা তো আইসিটি পরীক্ষাটা সহজ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থী যারা বলছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়, আশা করি তারা পরীক্ষায় অংশ নেবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

আরও পড়ুন:

বান্দরবানসহ চার জেলায় ২ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

/এসএমএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
জনস্রোতে সরকারের বন্দুকের নল ঘুরে যাবে: সমমনা জোট
জেল-জুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না: রিজভী
খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন
সর্বশেষ খবর
যেখানে সাকিবকে ছাড়িয়ে সেরা তাইজুল
যেখানে সাকিবকে ছাড়িয়ে সেরা তাইজুল
সততা ও হাসিতে মজে প্রেম, অতঃপর বিয়ে...
সততা ও হাসিতে মজে প্রেম, অতঃপর বিয়ে...
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান নারী মৈত্রীর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান নারী মৈত্রীর
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় পরিবর্তন
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় পরিবর্তন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য