X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

রোকেয়া চেয়ার নির্বাচিত হলেন অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫৬

‘রোকেয়া চেয়ার’ নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব। তিনি ‘রোকেয়া চেয়ার’-এর গবেষক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ‘রোকেয়া চেয়ার’ নির্বাচন কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, ইউজিসি’র রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন্স ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক আলমগীর বলেন, মহীয়সী বেগম রোকেয়ার হাত ধরে দেশে নারী জাগরণে সূচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বিভিন্নক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে। নারীর নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ করেছেন।

‘রোকেয়া চেয়ার’ অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণে তাদেরকে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক আলমগীর।

উল্লেখ্য, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন ও নারী সমাজের অগ্রগতির ক্ষেত্রে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের ‘রোকেয়া চেয়ার’ হিসেবে নির্বাচন করা হয়। ২০০৭ সালে ইউজিসি রোকেয়া চেয়ার প্রবর্তন করে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে একজন সিনিয়র অধ্যাপককে ‘রোকেয়া চেয়ার’ পদে মনোনয়ন দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ‘রোকেয়া চেয়ার’ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন সিলেকশন গ্রেড অধ্যাপক সর্বোচ্চ মাসিক বেতনের সমান সম্মানী ও অন্যান্য আর্থিক সুবিধাদি পাবেন। 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
‘জয়িতা’ সম্মাননা পেলেন সুষমা ঘোষ
রোকেয়া দিবসে অতিথিদের অপেক্ষায় সাড়ে ৪ ঘণ্টা ফুল হাতে দাঁড়িয়ে শিশুশিক্ষার্থীরা
বেগম রোকেয়ার সাহস ও কল্পনাশক্তি আমাকে অবাক করেছে: ড. ইউনূস
সর্বশেষ খবর
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
৭১ সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ
কাশ্মীরে হামলা৭১ সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ
প্রাথমিকে আরও একটি নতুন অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি নতুন অধিদফতর হচ্ছে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা