X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

পরীক্ষার সময় মাইক বাজিয়ে অনুষ্ঠান না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০

এসএসসি পরীক্ষার সময় সারারাত উচ্চ শব্দে মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল বা সাউন্ডবক্স বাজিয়ে  ডিজে পার্টি করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ অনুরোধ জানান তিনি।

এসএসসি পরীক্ষার সময় সারা রাত মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করা হচ্ছে– এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্য সময়ও অমানবিক। সারা রাত মাইক বাজানো সমীচীন নয়। তাই আমরা ধর্মীয় নেতারা তারা আছেন, অন্য ধর্মের বিশেষজ্ঞ যারা আছেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সারা রাত মাইক বাজালে পূর্ণ বেশি হবে এই ধারণা থাকা সঠিক নয়। রোগী আছে, যারা পরীক্ষার্থী আছে তাদের সবার জন্যই একটি ক্ষতিকর।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (ছবি: এস এম আববাস)

মন্ত্রী আরও বলেন, ডিজে পার্টিতে সাউন্ডবক্স বাজানো হচ্ছে, সারা রাত চলছে। সার্বিকভাবে একটি বর্জন করা উচিত। সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের জীবনের একটি অংশ, তরুণরা করতে পারেন। কিন্তু পরীক্ষার সময় যাতে না করে। ধর্মীয় অনুষ্ঠান করা আমাদের ধর্মীয় দায়িত্ব, তবে সেটা নির্দিষ্ট সময় পরও মানুষের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে না করার জন্য  আবারও অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোলায়মান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষা বোর্ড সমন্বয় সব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

/এসএমএ/আরকে/এফএস/
সম্পর্কিত
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
তীরে আসছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তীরে আসছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে রায়: আপিল করবে রাষ্ট্রপক্ষ
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে রায়: আপিল করবে রাষ্ট্রপক্ষ
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার