X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড-১০ ও প্রধান শিক্ষকদের গ্রেড-৯ বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

এছাড়াও সহকারী শিক্ষককে এন্ট্রি (প্রবেশ) পদ ধরে প্রাথমিক শিক্ষা ক্যাডার চালু ও শতভাগ পদোন্নতির দাবিও জানানো হয় মানববন্ধনে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সংস্কার প্রস্তাবনা বাতিলেরও দাবি জানানো হয়েছে। 

মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি সহকারী শিক্ষকদের সঙ্গে প্রহসনমূলকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সংস্কার প্রস্তাবনা বাতিলের জন্য এই মানববন্ধন। এতে সারা দেশ থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন। এই দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান শিক্ষকরা।

মানববন্ধনে উপস্থিত মুন্সীগঞ্জ জেলার শিক্ষক নুরুল আমিন, নরসিংদী জেলার মো. ওসমান, লুৎফর নাহার লতা, পঙ্কজ কান্তি আইস, গাজীপুর জেলার নজরুল ইসলাম, বগুড়া জেলার আরাফাত হোসেন, গাজীপুর প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ বক্তব্য রাখেন।

দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে তুলে ধরে মানববন্ধনে বলা হয়, আমাদের আশা এই বৈষম্যপূর্ণ সংস্কার প্রস্তাব বাতিল করে প্রাথমিক শিক্ষার সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি যৌক্তিক যুগোপযোগী এবং প্রতিনিধিত্বমূলক প্রাথমিক শিক্ষা সংস্কার প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে পাঠাবেন।

মাগুরার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কান্তি আইস বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের একটা সংস্কার করা হয়েছে। সেখানে তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের এক ধাপ বেতন বৃদ্ধি করেছে। এক ধাপ মানে মাত্র ৩০০ টাকা বেতন বৃদ্ধি হবে। প্রধান শিক্ষকদের বহুদিনের একটি দাবি ছিল গ্রেড উন্নতির। কারণ তারা তো অনার্স মাস্টার্স পাস। আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এখানে এসেছি। আমাদের একটাই দাবি, শিগগিরই সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে বিসিএস প্রাথমিক শিক্ষা ক্যাডার চালু করতে হবে।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ
৩ দাবিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মানববন্ধন
সর্বশেষ খবর
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের রেকর্ড
কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের রেকর্ড
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা প্রতিহত করা হবে: ঢাবি উপাচার্য
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা প্রতিহত করা হবে: ঢাবি উপাচার্য
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট