X
সোমবার, ০৮ আগস্ট ২০২২
২৪ শ্রাবণ ১৪২৯

এবার ইভ্যালিতে যুক্ত হলেন শবনম ফারিয়া!

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৫:১৭আপডেট : ০২ জুন ২০২১, ১৮:০২

তাহসান ও মিথিলা চমকের পর এবার দেশের অন্যতম আলোচিত ই-কমার্স সাইট ইভ্যালিতে যুক্ত হলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ‘দেবী’-খ্যাত এই অভিনেত্রী। একইসঙ্গে ইভ্যালির মিডিয়া ও কমিউনিকেশনস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (১ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন শবনম ফারিয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন জার্নি। অনেক কিছু শেখার আছে। এই নতুন জীবন নিয়ে আমি খুবই উৎসাহী।’

ইভ্যালি কর্তৃপক্ষ মনে করে, জনসংযোগ, মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও ইভ্যালির মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবেন টিভি নাটকের এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘শবনম ফারিয়া খুবই পরিচিত ও প্রিয় মুখ। তাকে ইভ্যালিতে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, ইভ্যালির সঙ্গে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’

২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। এরপর শুধুই এগিয়ে গেছেন। নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত-অভিনীত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন শবনম ফারিয়া।

এর আগে ১৫ মে প্রায় পাঁচ বছর পর ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি লাইভ শো’তে সরাসরি অংশ নেন তাহসান ও মিথিলা। সেখানে তারা ভক্তদের আহ্বান করেন নেতিবাচক ভাবনা থেকে সরে এসে সুন্দর কিছু করার জন্য।

সারপ্রাইজ লাইভে এসে যা বললেন তাহসান-মিথিলা (ভিডিও)

শনিবার সারপ্রাইজ: মুখোমুখি বসছেন তাহসান-মিথিলা!

অন্তর্জালে তাহসান-মিথিলার ‘শনিবার সারপ্রাইজ’ রহস্য!

তাহসানের আগেই সারপ্রাইজ দিলেন জন!

* বিয়ে-ডিভোর্স... সব নাকি বেচে দিলাম: মিথিলা

/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক ফ্লাইট বাতিল, বিলম্ব ৬ হাজারের বেশি
যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক ফ্লাইট বাতিল, বিলম্ব ৬ হাজারের বেশি
সাত দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ
সাত দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ
স্টিভ ওয়াহরা যা পারেনি, মেগ ল্যানিংরা সেটাই করে দেখালো  
স্টিভ ওয়াহরা যা পারেনি, মেগ ল্যানিংরা সেটাই করে দেখালো  
এক গুদামে মিললো ১৫ হাজার বস্তা সার
এক গুদামে মিললো ১৫ হাজার বস্তা সার
এ বিভাগের সর্বশেষ
পাঁচ বছর আগে এই দিনটায় আমার জীবন ওলট-পালট হয়ে যায়: ফারিয়া
পাঁচ বছর আগে এই দিনটায় আমার জীবন ওলট-পালট হয়ে যায়: ফারিয়া
শবনম ফারিয়ার সিনেমা ‘হোটেল নিরিবিলি’
শবনম ফারিয়ার সিনেমা ‘হোটেল নিরিবিলি’
আমার জন্য আমিই ত্যাগ করেছি: শবনম ফারিয়া
ঈদ বিশেষআমার জন্য আমিই ত্যাগ করেছি: শবনম ফারিয়া
বুধবার দাওয়াত করে সব জানাবো: শবনম ফারিয়া
বুধবার দাওয়াত করে সব জানাবো: শবনম ফারিয়া
‘ঈদে সিয়ামের ছেলেকে দেখতে যাবো’
বিনোদন বিশেষ‘ঈদে সিয়ামের ছেলেকে দেখতে যাবো’