X
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

গায়ক তৌসিফকে জীবননাশের হুমকি!

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৫:৫৪আপডেট : ২২ জুন ২০২১, ১৫:৫৯

হত্যার হুমকি পেয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। রাজধানীর মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে অনবরত জীবননাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন এই শিল্পী।

নিরাপত্তা চেয়ে আজ (২২ জুন) বিকালে জিডি করবেন বলেও বাংলা ট্রিবিউনকে জানালেন এই গায়ক।

তৌসিফ বলেন, ‘আমার বাসায় যিনি কাজ করেন তার সন্তানকে কয়েকজন ছেলে মিলে মারধর করলে আমি এর প্রতিবাদ করেছিলাম। এবং ওদের হাত থেকে ওকে রক্ষা করে, তার চিকিৎসার ব্যবস্থা করি। এটাই আমার অপরাধ। সন্ধ্যার পর আরিফ নামে একজন আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। জানতে পারি, ওই ছেলেগুলো তার লোক ছিল।’

তিনি আরও বলেন, ‘পরে খোঁজ নিয়ে আরও জানতে পারি, আরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে অসংখ্য মামলাও আছে। তিনি বলেছেন, প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবেন, এর জন্য যত টাকা হোক তিনি নাকি খরচ করবেন। শুধু তাই না, প্রশাসন নাকি তার পকেটে, তিনি যা চাইবেন তাই হবে।’

তৌসিফ জানান, পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি নিকটস্থ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করার সিদ্ধান্ত নিয়েছেন।
তৌসিফ জানান, ফোনটি ধারাবাহিকভাবে পাচ্ছেন। আর এ কারণে বিষয়টি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিকালের মধ্যেই জিডিটি করতে চান।

তৌসিফের সর্বশেষ নতুন গান প্রকাশিত হয়েছিল গেল ঈদে জি-সিরিজের ব্যানারে। আসছে ঈদেও ভক্তদের জন্য থাকবে তার নতুন কাজ। পাশাপাশি এই শিল্পী ব্যস্ত আছেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে।

/এম/
সম্পর্কিত
আমার পেজটি হ্যাক করে অশ্লীল ভিডিও শেয়ার করা হচ্ছে: নোবেল 
আমার পেজটি হ্যাক করে অশ্লীল ভিডিও শেয়ার করা হচ্ছে: নোবেল 
কবিতা-গানে মুগ্ধ সন্ধ্যা উপহার দিলেন নাহিদ ও প্রহরী
কবিতা-গানে মুগ্ধ সন্ধ্যা উপহার দিলেন নাহিদ ও প্রহরী
তাদের নতুন গান, কাশ্মিরে চিত্রায়ণ
তাদের নতুন গান, কাশ্মিরে চিত্রায়ণ
সংগীত পরিচালক জে কে মজলিশ কারাগারে
সংগীত পরিচালক জে কে মজলিশ কারাগারে
বিনোদন বিভাগের সর্বশেষ
রেকর্ড গড়ে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’
রেকর্ড গড়ে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো
ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো
সংসদ সদস্যের সঙ্গে পরিণীতির বিয়ে, দেখুন ছবিতে
সংসদ সদস্যের সঙ্গে পরিণীতির বিয়ে, দেখুন ছবিতে
জাফর ইকবাল: গায়ক থেকে নায়ক হলেন যেভাবে
জন্মদিনে স্মরণজাফর ইকবাল: গায়ক থেকে নায়ক হলেন যেভাবে