X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গায়ক তৌসিফকে জীবননাশের হুমকি!

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৫:৫৪আপডেট : ২২ জুন ২০২১, ১৫:৫৯

হত্যার হুমকি পেয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। রাজধানীর মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে অনবরত জীবননাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন এই শিল্পী।

নিরাপত্তা চেয়ে আজ (২২ জুন) বিকালে জিডি করবেন বলেও বাংলা ট্রিবিউনকে জানালেন এই গায়ক।

তৌসিফ বলেন, ‘আমার বাসায় যিনি কাজ করেন তার সন্তানকে কয়েকজন ছেলে মিলে মারধর করলে আমি এর প্রতিবাদ করেছিলাম। এবং ওদের হাত থেকে ওকে রক্ষা করে, তার চিকিৎসার ব্যবস্থা করি। এটাই আমার অপরাধ। সন্ধ্যার পর আরিফ নামে একজন আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। জানতে পারি, ওই ছেলেগুলো তার লোক ছিল।’

তিনি আরও বলেন, ‘পরে খোঁজ নিয়ে আরও জানতে পারি, আরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে অসংখ্য মামলাও আছে। তিনি বলেছেন, প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবেন, এর জন্য যত টাকা হোক তিনি নাকি খরচ করবেন। শুধু তাই না, প্রশাসন নাকি তার পকেটে, তিনি যা চাইবেন তাই হবে।’

তৌসিফ জানান, পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি নিকটস্থ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করার সিদ্ধান্ত নিয়েছেন।
তৌসিফ জানান, ফোনটি ধারাবাহিকভাবে পাচ্ছেন। আর এ কারণে বিষয়টি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিকালের মধ্যেই জিডিটি করতে চান।

তৌসিফের সর্বশেষ নতুন গান প্রকাশিত হয়েছিল গেল ঈদে জি-সিরিজের ব্যানারে। আসছে ঈদেও ভক্তদের জন্য থাকবে তার নতুন কাজ। পাশাপাশি এই শিল্পী ব্যস্ত আছেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে।

/এম/
সম্পর্কিত
জয় বাংলা কনসার্ট শুরু
জয় বাংলা কনসার্ট শুরু
ভারতের পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
ভারতের পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
‘নৌকার পালে জয়ের বাতাস’ গানে চলবে আ.লীগের নির্বাচনি প্রচারণা
‘নৌকার পালে জয়ের বাতাস’ গানে চলবে আ.লীগের নির্বাচনি প্রচারণা
বিশ্বকাপ উপলক্ষে রবির থিম সং
বিশ্বকাপ উপলক্ষে রবির থিম সং
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!