X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

প্রিয়াঙ্কাকে টেক্কা দিতে আবারও হলিউডে দীপিকা

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:১৭

প্রিয়াঙ্কাকে টেক্কা দিতে আবারও হলিউডে দীপিকা হলিউডকে যেন একেবারে হাতের মুঠোয় নিয়ে ফেলেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক বলিউড ছবিকে না করে দিয়ে, হলিউডেই যুক্ত থাকছেন তিনি। করছেন নতুন কাজও। তবে পিছিয়ে নেই বলিউডের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

আবার হলিউডে পাড়ি দিচ্ছেন তিনি। নতুন একটি রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করতে চলেছেন এ তারকা। ইরস করপোরেট গ্লোবাল করপোরেশন ডিভিশনের প্রযোজনায় তৈরি হবে এ ছবি।

২০১৭ সালে‌ ‌‌‌‌‌‌‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার ক্রেজ’ মুক্তির পর এটিই হতে চলেছে হলিউডে দীপিকার দ্বিতীয় ছবি।

হলিউড সিনেমা প্রসঙ্গে দীপিকার সঙ্গে প্রিয়াঙ্কাকে টেনে আনার কারণও আছে। শোনা যায়, এই প্রযোজনা সংস্থা নাকি প্রথমে প্রিয়াঙ্কার কথাই ভেবেছিল। তারপর হুট করেই দীপিকার আগমন। 

তবে এ ছবিতে দীপিকা কিন্তু শুধু অভিনয় করবেন না; বরং হলিউড প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বেঁধে দীপিকা ছবিটি প্রযোজনাও করবেন বলে জানা গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
তেলের দাম আর কাকে বলে!
কান ডায়েরি-২তেলের দাম আর কাকে বলে!
অনুমোদন না থাকায় সাভারের ৪ হাসপাতাল বন্ধ
অনুমোদন না থাকায় সাভারের ৪ হাসপাতাল বন্ধ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় চুরির অপবাদে নারীকে লাঠিপেটা
উত্ত্যক্তের প্রতিবাদ করায় চুরির অপবাদে নারীকে লাঠিপেটা
সাপের বিষ থেকে বাঁচতে ট্যাবলেট, কলকাতায় মিলছে সাফল্য
সাপের বিষ থেকে বাঁচতে ট্যাবলেট, কলকাতায় মিলছে সাফল্য
এ বিভাগের সর্বাধিক পঠিত