X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গৃহকর্মে নিয়োজিত শিশুদের জন্য নাদিয়া

বিনোদন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

গৃহকর্মে নিয়োজিত শিশুদেরও আছে অধিকার। তারা হতে চায় না নির্যাতনের শিকার। এমনই একটি বার্তা সমাজের সবার কাছে পৌঁছে দিতে চান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। 

সম্প্রতি ‘নতুন আলোয়’ শিরোনামে একটি নাটকে শিশু অধিকারের পক্ষে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন তিনি।
 
নাটকটিতে দেখা যাবে, স্বামীহীন অসুস্থ হনুফা বেগম মেয়ে আরিফাকে নিয়ে বস্তিতে থাকেন। বস্তির কথিত ভাই আজগর তাকে বুঝিয়ে আরিফাকে একটি ফ্ল্যাটে কাজ দেয়। শরীফ-নুসরাত দম্পতির কাছে পৌঁছায় আরিফা। শরীফ নরম স্বভাবের হলেও তার স্ত্রী নুসরাত প্রচণ্ড রাগী ও বদমেজাজি। নিজে কোনও কাজ করে না। তার বাড়িতে এসে নির্যাতনের শিকার হয় আরিফা। চড়, থাপ্পড়, গরম খুন্তি, বেল্ট– কোনও কিছুই বাদ যায় না। পাশের বাড়ির নীলা ও আকাশের এই বিষয়টি খুব খারাপ লাগে। নীলার চাচাতো বোন তানিয়া এনজিও কর্মী। তাকে জানায় নীলা। এরপর? তানিয়া কি পারবে আরিফাকে বাঁচাতে?
 
এম প্রশ্নের জবাব মিলবে ‘নতুন আলোয়’।

রাজধানীর মোহাম্মদপুর বোটঘাট বস্তি, মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডে এএসডি’র ড্রপ ইন সেন্টার ও ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাইরিস্ক প্রজেক্টের অফিস এবং উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে সম্প্রতি। 

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ এবং আরিফার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী লামিয়া আক্তার। 

আরেকটি দৃশ্যে নাদিয়া আহমেদ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) প্রযোজিত এই নাটকটি নির্মাণ করেছে কেবিন সউল। মো. ইসহাক ফারুকীর রচনা ও পরিচালনায় ‘নতুন আলোয়’ নাটকটিতে আরও অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রাকিব হাসান বাপ্পী, রিয়াজ রাজ, সামিহা আক্তার স্বর্ণা, রোকসানা আক্তার পপি এবং এএসডি’র সুবিধাভোগী ৩০ জন শিশু। 

নাটকটির জন্য ‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশু’ বিষয়ক গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রিফাত কবীর। গান গেয়েছেন সাদমান সাকিব প্রান্ত ও মাইশা আহসান মম। 

আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
‘পিতা বনাম পুত্র গং’য়ের ডাবল সেঞ্চুরি
‘পিতা বনাম পুত্র গং’য়ের ডাবল সেঞ্চুরি
তিন চরিত্রে জাহিদ হাসান ও নাদিয়া আহমেদ!
তিন চরিত্রে জাহিদ হাসান ও নাদিয়া আহমেদ!
শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি!
শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি!
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল