X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 ‘পাঁচফোড়ন’ একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। গান গেয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ভালোবাসার বিশেষ এই  ‘পাঁচফোড়ন’।

ভালোবাসা দিবসে অনেকেই তাদের প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তবে এক দম্পতি ভালোবাসার দিনটি কাটিয়ে দিলেন একান্ত সান্নিধ্যে, নিজের ঘরে। এই দিনে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের বিভিন্ন কর্মকান্ডের ফাঁকে  ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং।

‘পাঁচফোড়ন’-এর প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। দ্বৈত সঙ্গীত গেয়েছেন শিল্পী কমল ও তানজিনা রুমা এবারের ‘পাঁচফোড়ন’-এ মূল গান রয়েছে ২টি। গীতিকার কবির বকুলের কথায় ফাল্গুনের রঙ ছড়ানো আর একটি ভালোবাসার গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন শিল্পী কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এছাড়াও রয়েছে ভালোবাসার উপর একটি চমৎকার মিউজিক্যাল পুঁথি। এতে অংশগ্রহণ করেছেন প্রায় অর্ধশত শিল্পী।

পেশায় চিকিৎসক ডা. এম এ মান্নানের পাখী প্রেমের উপর রয়েছে একটি ভিন্নধরণের প্রতিবেদন। যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন। এলাকায় যিনি ‘রস কাকা’ নামেই বেশি পরিচিত। তার এই অভিনব উদ্যোগের উপর রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। রয়েছে বিভিন্ন আঙ্গিকে কিছু নাট্যাংশ রয়েছে ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। অভিনয় করেছেন ‘পাঁচফোড়ন’-এর নিয়মিত শিল্পীরা।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৩ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৭ টা ৫০ মিনিটে।  

এটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। ‘পাঁচফোড়ন’ নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

/সিবি/
সম্পর্কিত
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
তাদের ‘মিলন হবে কতদিনে’
তাদের ‘মিলন হবে কতদিনে’
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
‘পিতা বনাম পুত্র গং’য়ের ডাবল সেঞ্চুরি
‘পিতা বনাম পুত্র গং’য়ের ডাবল সেঞ্চুরি
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!