X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

যে কারণে নাটকের সিক্যুয়েল থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬

গত ঈদে আলোচনায় এসেছিল থ্রিলারধর্মী নাটক ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভেসেছে এটি।

ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো-মেহজাবীন চৌধুরী অভিনীত এ নাটকটি ইউটিউবেও সাড়া ফেলে। এবার নির্মাণ করা হলো এর সিক্যুয়েল। নাম ‘পুনর্জন্ম ২’। আগেরটির মতোই এর রচনা ও পরিচালনায় আছেন ভিকি জাহেদ।

নির্মাতা এবারের পর্বটিকে বলছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে পেয়েছেন সেন্সর বোর্ডের ছাড়পত্রও।

কিন্তু নাটকের সিক্যুয়েল কেন স্বল্পদৈর্ঘ্য-রূপে আসছে। নেওয়া হলো সেন্সর বোর্ডের ছাড়পত্রও! জবাবে নির্মাতা বাংলা ট্রিবিউনকে বললেন, ‘বিষয়বস্তুর জন্য এমনটা করেছি। এবারের গল্পটিতে পুরনো রেশ থাকলেও গভীরতা অনেক। বলতে পারেন বিষয়বস্তুর ম্যাচুরিটি অথবা গভীরতার কারণে স্বল্পদৈর্ঘ্য হিসেবে ছাড়পত্র নেওয়া।’

এরমধ্যে প্রকাশ করা হয়েছে রোমহর্ষক ট্রেলার ও একটি পোস্টার। এর কেন্দ্রীয় চরিত্র রহস্যময় শেফ রাফসানের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। মূলত তিনি একটি ফাইভ স্টার হোটেলের শেফ। তার অন্যরূপও আছে, যা এবারের কিস্তিতে ফুটে উঠবে।

কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে শতকরা ৯৫ ভাগ সময়ই কোনও কাজের সিক্যুয়েল প্রথম পর্বের চেয়ে ভালো হয় না। উল্টো বেশিরভাগ সময়ই মুখ থুবড়ে পড়ে! এজন্য পুনর্জন্মের সিক্যুয়েল করার সময় নিজের সাথেই নিজে একটা চ্যালেঞ্জ সেট করেছিলাম। যেভাবেই হোক প্রথম পর্বের থেকে বেটার অথবা সমমানের করতে হবে এবার। বাকিটা দর্শক ১ অক্টোবর থেকে বলবেন। আমি মূলত তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

পরিচালক জানান, এর প্রথম কিস্তি দেখানো হয়েছিল বেসরকারি টিভি চ্যানেল আইয়ে। প্রতিষ্ঠানটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর রাত ৮টায় একই চ্যানেলে মুক্তি পাবে ‌‘পুনর্জন্ম ২’।

এতে নিশো ও মেহজাবীন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন শাহেদ আলী।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের ‘তাণ্ডব’!
শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের ‘তাণ্ডব’!
এই ঈদেও মুক্তি পাচ্ছে গত ঈদের ৪ ছবি!
এই ঈদেও মুক্তি পাচ্ছে গত ঈদের ৪ ছবি!
শাকিব বনাম নিশো: রাফীর অডিও লিক!
শাকিব বনাম নিশো: রাফীর অডিও লিক!
এবার টিভি পর্দায়...  
এবার টিভি পর্দায়...  
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা