X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘বয়স কোনও ব্যাপার না’

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ১৩:১৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৬:৩১

বয়স কোনও ব্যাপার না—এটা বেশ পুরনো কথা। যদিও সেই কথাটি নতুন করে এবার সামনে আনছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকের নাম ‘বয়স কোনও ব্যাপার না’। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। যেখানে দুজনকে দেখা যাবে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর চরিত্রে।

সিএমভি প্রযোজিত এই নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সৌখিন জানান, দেখা যাবে ৪০-এর বেশি এক ভদ্রলোক বিয়ে করেন। স্ত্রীর বয়স টেনেটুনে ২০ বছর হবে। যে ছেলেটা আজীবন বই পড়ে কাটিয়েছে, তাকে এখন বিয়ে করে ২০ বছরের ছোট বউয়ের মনের কথা পড়তে পড়তেই দিন পার! স্বাভাবিক নিয়মেই তৈরি হয় অসম বয়সের কিছু জটিলতা। সেখান থেকে তারা নিজেদের অতিক্রম করার চেষ্টাও চালিয়ে যায়। তবে শেষে কী ঘটে, সেটি জানতে হলে দেখতে হবে নাটকটি।

এখানে স্বামীর চরিত্রে অপূর্ব আর স্ত্রীর চরিত্র করেছেন কেয়া পায়েল।

অপূর্ব ও পায়েল

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি নির্মাণ করি মূলত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। এবারও সেটাই থাকছে। তবে আনন্দের বিপরীতে বয়স নিয়ে একটা দারুণ বার্তাও থাকছে এতে। থাকছে দাম্পত্য জীবনের নানা টিপস! আশা করছি দর্শকরা দেখে মজা পাবেন এবং সংসার সুখী করার জন্য কিছু টোটকাও পাবেন।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বয়স কোনও ব্যাপার না’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে শিগগিরই।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
ঈদেও থাকছে টিম ‘মন দুয়ারী’ চমক
ঈদেও থাকছে টিম ‘মন দুয়ারী’ চমক
৪ দিনেই ১০ মিলিয়ন!
৪ দিনেই ১০ মিলিয়ন!
যে নাটক দেখে দর্শক বলছে সিনেমা!
যে নাটক দেখে দর্শক বলছে সিনেমা!
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব