X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভ্যালেন্টাইনে টিনা রাসেলের বিশেষ গানচিত্র

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১

গত ভ্যালেন্টাইন উৎসবে শ্রোতা-দর্শকদের জমকালো এক উপহার পাঠালেন সময়ের অন্যতম সুকণ্ঠী টিনা রাসেল। সেটি ছিল মুম্বাইয়ে চিত্রায়িত গান ‘পারবো না’। ঠিক এক বছরের মাথায় আবারও একই উৎসবে থাকছে উপহারের চমক।

এবার তিনি শ্রোতাদের জন্য গাইলেন কিংবদন্তি জীবনমুখী শিল্পী নচিকেতার সুরে। নাম দিয়েছেন ‘কী সুন্দর করে বললে’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের অনবদ্য কথায় গানটির সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল। এখানেই উপহারের চমক শেষ নয়।

গানটির কথার রেশ ধরে তৈরি হলো ব্যয়বহুল একটি ভিডিও। এটি নির্মাণ করেছেন দেশের আরেক জনপ্রিয় নির্মাতা চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন টিনা রাসেল নিজেই, সঙ্গে ছিলেন মোহাম্মদ বিন সাদাফ।

সদ্য শুটিং শেষ হওয়া এই বিশেষ গানচিত্র প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘এটা আমার অনেক কাঙ্ক্ষিত ভালোবাসার একটা গান। এটির কথা যখন লেখা হয়, তখন থেকেই প্রেমে পড়ে গেছি। এরপর করোনার কারণে অনেকটা সময় চলে যায়। নচিদার সুরে গাইবার স্বপ্ন বহু দিনের। সেই স্বপ্ন এবার পূর্ণ হলো। দাদার অসাধারণ সুরের সঙ্গে ইমরানও দারুণ সংগীতায়োজন করেছে। এরপর ভিডিও নির্মাণ করেছেন চন্দন দা। তার ডিরেকশনে ভিডিও করবো, সেটাও অনেক দিনের ইচ্ছা ছিল। মোট মিলিয়ে এক গানে অনেক ইচ্ছা পূরণ হলো আমার। বাকি ইচ্ছা পূর্ণ করবেন দর্শক-শ্রোতারা। তাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’ 

একটি দৃশ্যে টিনা রাসেল ও মোহাম্মদ বিন সাদাফ টিনা রাসেল জানান, ‘কী সুন্দর করে বললে’ গানচিত্রটি প্রকাশ হবে মূলত সাউন্ডটেকের ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে, ১৩ ফেব্রুয়ারি। একই সঙ্গে সেটি শোভা পাবে ‘টিনা রাসেল’ নামে শিল্পীর নিজের চ্যানেলেও।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমার গান টিনার কণ্ঠে (ভিডিও)
প্রতিমার গান টিনার কণ্ঠে (ভিডিও)
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
বাপ্পার গজল আঙ্গিকে বাংলা গান, গাইবেন রুনা লায়লাও
বাপ্পার গজল আঙ্গিকে বাংলা গান, গাইবেন রুনা লায়লাও
৯ বছর পর খুঁজে পাওয়া গান
৯ বছর পর খুঁজে পাওয়া গান
বিনোদন বিভাগের সর্বশেষ
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য