X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

একাই চার চরিত্রে আসাদুজ্জামান নূর

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১১:৫৩আপডেট : ২২ মার্চ ২০২২, ১১:৫৩

বিটিভিতে প্রচারিত হচ্ছে শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। আর এর একটি গল্পে চার চরিত্রে হাজির হয়েছেন নন্দিত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। গল্পটির নাম ‘আগুনপাখির বাসা’।

এতে একইসঙ্গে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্র রূপদান করেছেন তিনি। বিটিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে। এর ২৩ থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।

‘আগুনপাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। এর রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন  মো. এরশাদ হোসেন।

এরশাদ হোসেন জানান, নাটকের গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরনো বাড়িটিতে নাসির আহমেদ নামে এক নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনও দেখা যায় না। সে বাড়িতে আরও তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়। মিতু-টিটুরা খেয়াল করে এই চার জনকে কখনও একসঙ্গে দেখা যায় না। প্রত্যেকেই আলাদা আলাদা থাকে। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকষ ক্ষুদে গোয়েন্দা দল একসময় ঠিক ভেদ করে ফেলে এই রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনি।

আসাদুজ্জামান নূর ছাড়াও অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরও আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

/এম/
সম্পর্কিত
আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা, ৯ বছরেও শুরু হয়নি মামলার সাক্ষ্যগ্রহণ
আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা, ৯ বছরেও শুরু হয়নি মামলার সাক্ষ্যগ্রহণ
এখনকার মা-বাবারা সন্তানদের সময় দিতে চান না: আসাদুজ্জামান নূর
এখনকার মা-বাবারা সন্তানদের সময় দিতে চান না: আসাদুজ্জামান নূর
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে’
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে’
ছবি মহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!
ছবি মহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমানকে হুমকি, গ্রেফতার একুশ বছরের যুবক
সালমানকে হুমকি, গ্রেফতার একুশ বছরের যুবক
রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
গানের শিল্পী, গ্রামোফোন, ক্যাসেট ও অন্যান্য: পর্ব ১৬রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
পিছিয়ে পড়া থিয়েটারকর্মীদের দ্বিগুণ তালে কাজের প্রত্যয়
বিশ্ব থিয়েটার দিবসপিছিয়ে পড়া থিয়েটারকর্মীদের দ্বিগুণ তালে কাজের প্রত্যয়
কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
মামানামা- আউট অব দ্য বক্স কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
জর্ডান টু আগরতলা: হিরু-চাঁদনীর আনন্দ অভিজ্ঞতা
জর্ডান টু আগরতলা: হিরু-চাঁদনীর আনন্দ অভিজ্ঞতা