X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ঈদে ‘গলুই’ আসছে তো?

বিনোদন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৬:৪০আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৯:৫৮

কয়েক দিন ধরে অনেক জায়গায় শোনা গেছে, ঈদে আসছে না ‘গলুই’। যার একটি কারণ শীর্ষ নায়ক শাকিব খানের আরও একটি ছবি ঈদের জন্য জমা পড়ে আছে। সেলিম খান প্রযোজিত এই ছবির নাম ‘বিদ্রোহী’। এতে শাকিবের বিপরীতে আছেন বুবলী।

অভিযোগ রয়েছে, ‘বিদ্রোহী’ গ্রুপের পক্ষ থেকেই ‘গলুই’ না আসার প্রচারণা চালানো হচ্ছে!

সে হাওয়ায় দোল লাগে যখন শোনা যায়, ‘গলুই’ ছবির কাজই শেষ হয়নি এখনও! ছবির পরিচালক এসএ হক অলিক কাজটি শেষ করতে পাড়ি দিয়েছেন কলকাতা।
 
তবে বিষয়টি নির্মাতা পরিষ্কার করলেন রবিবার (২৪ এপ্রিল)। জানালেন, ‘অবশ্যই ঈদে দেখা যাবে ‘গলুই’।’’ পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে তিনি ফেসবুকেও পোস্ট দিয়েছেন। সেখানেও স্পষ্ট করে লেখেন, ‘‘গলুই’ ছবিটি নিয়ে এক ধরনের গুঞ্জন চলছে। ব্যবসায়িক ক্ষতি করার জন্য সিনেমাপাড়া কাকরাইলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। কেউ কেউ বলছেন আমাদের সিনেমা ঈদে আসবে না! যেটা একেবারেই মিথ্যা। আমাদের এরইমধ্যে হল বুকিং চলছে, হল মালিক ও দর্শকদের ব্যাপক আগ্রহ ছবিটি নিয়ে। এটা ঈদের সিনেমা, ঈদেই আসবে।’’

যোগাযোগ করা হলে অলিক আরও বলেন, ‘‘এক ধরনের গুঞ্জন চলছে, সেটা পুরোপুরি মিথ্যা। ছবির সম্পাদনা আগেই শেষ হয়েছে। আমি এসেছি শুধু একটু ঘষামাজা করতে। আমরা চাই ‘গলুই’ ছাড়াও ঈদের অন্য সিনেমা ‘শান’ বা ‘বিদ্রোহী’ও দর্শক দেখুক। একটা একটা করে সব সিনেমা যদি দর্শক দেখেন, তাহলে ইন্ডাস্ট্রিরই লাভ। একা আসলে কেউ কখনও ভালো থাকতে পারেন না।’’

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। এই প্রযোজকের ভাষ্য, ‘অনুদানের পাশাপাশি বড় ধরনের ইনভেস্ট করা হয়েছে এ ছবিতে। তাই আমরা উৎসবেই এটি মুক্তি দিতে চাই। রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে আসবে।’

চলচ্চিত্রটিতে শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। তার বিপরীতে আছেন পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের ছবিটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!