X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০
এ সপ্তাহের ছবি

বাংলার প্রেক্ষাগৃহে দুই নতুনের দিন

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০২২, ০০:১১আপডেট : ১৭ জুন ২০২২, ০০:১১

দেশের পর্দায় আজ (১৭ জুন) মুক্তি পাচ্ছে দুই সিনেমা- ‘অমানুষ’ ও ‘তালাশ’। আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন দুই শিল্পী মিথিলা ও আদর।

রাফিয়াত রশিদ মিথিলা, ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় এই তারকার বড় পর্দায় আসাটা যেন ছিল সময়ের বিষয় মাত্র। কিন্তু সময়টা গড়িয়েছে দশকে। তাও তিন দশক পর! তবে সেটাও স্মরণীয়ভাবে। কারণ, একসঙ্গে দুই বাংলায় দুটি ছবি মুক্তি পাচ্ছে তার। বাংলাদেশে ‘অমানুষ’ আর পশ্চিমবঙ্গে আসছে ‘আয় খুকু আয়’। এ যেন বাংলাজুড়ে দুই নতুনের দিন আজ।

এমন রাজকীয় অভিষেকেও মন খারাপ মিথিলার। কারণ, দুটি ছবির মুক্তিতে উপস্থিত থাকতে পারছেন না তিনি। 
এক ভিডিও বার্তায় মিথিলা বললেন, ‘আমি এই মুহূর্তে অফিসের কাজে তানজানিয়ায় আছি। ১৭ জুন আমার ছবি মুক্তি পাচ্ছে। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। আমি এই মুহূর্তে অনেক দূরে আছি, দেশ থেকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন।’

মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। সেই কাজেই তিনি অবস্থান করছেন তানজানিয়ায়।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ৪১টি প্রেক্ষাগৃহে। ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসাইন। 

আর পশ্চিমবঙ্গে ৬২ স্ক্রিনে মুক্তি পাচ্ছে সৌভিক কুণ্ড পরিচালিত ‘আয় খুকু আয়’। যেখানে মিথিলার বিপরীতে আছেন প্রসেনজিৎ।

অন্যদিকে, আজ (১৭ জুন) বাংলাদেশে আরও মুক্তি পাচ্ছে ‌‘তালাশ’। যেখানে নায়ক আদর আজাদ। ২০১৪ সালে চ্যানেল আই’র ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আগমন তার। 

তবে মজার বিষয় হলো, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রিসিপশনিস্ট হিসেবে কাজ করা অবস্থায় তিনি এ প্রতিযোগিতায় আসেন। এরপর বদলে গেছে তার জীবন।

আদরের ভাষ্য, ‘নব্বই দশকে যখন বিটিভিতে শুক্রবার করে সিনেমা দেখানো হতো, সেই সময়ে আমাদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত বিষয় ছিল এটা। সিনেমা দেখতাম, তখন পর্দার নায়ককে দেখে নিজের মতো কল্পনা করতাম। তখন থেকে সিনেমার প্রতি দুর্বলতা আসে। সেই দিনের স্বপ্নগুলো এখন সত্যি হচ্ছে।’

প্রতিযোগিতার পর নাটক ও মডেলিংয়ে ঝুঁকে যান আদর। ২০১৮ সালে সিদ্ধান্ত নেন ছোট পর্দায় আর নয়, সিনেমাতেই থিতু হবেন। ছেড়ে দেন নাটকের কাজ।

তার ভাষ্য, ‘আমি লেগে থাকতে চাই। যতদিন না হয়।’ 

আর এ কারণেই আজ (১৭ জুন) আসছে ‘তালাশ’। ছবিটি পরিচালক করেছেন সৈকত নাসির। প্রথম সিনেমাতেই আদর নায়িকা হিসেবে পেয়েছেন শবনম বুবলীর মতো তারকাকে। ছবিটি ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাহরুখ ভক্তদের উদযাপনে সামিল দেশি নির্মাতা-তারকারাও
শাহরুখ ভক্তদের উদযাপনে সামিল দেশি নির্মাতা-তারকারাও
নার্স চরিত্রে মিথিলাই নির্মাতার একমাত্র পছন্দ!
নার্স চরিত্রে মিথিলাই নির্মাতার একমাত্র পছন্দ!
বর্তমান ও ‘প্রাক্তন’ নায়ক প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা
বর্তমান ও ‘প্রাক্তন’ নায়ক প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা
এবার বন্ধুর ব্যক্তিজীবন নিয়ে নিশোর মন্তব্য, চটেছেন নিরব
এবার বন্ধুর ব্যক্তিজীবন নিয়ে নিশোর মন্তব্য, চটেছেন নিরব
বিনোদন বিভাগের সর্বশেষ
সেলিব্রেটি ক্রিকেট লিগ: মাঠে গড়াচ্ছে আজ থেকে
সেলিব্রেটি ক্রিকেট লিগ: মাঠে গড়াচ্ছে আজ থেকে
ঢাকার পর্দায় মানবজাতির সঙ্গে এআই যুদ্ধ!
ঢাকার পর্দায় মানবজাতির সঙ্গে এআই যুদ্ধ!
পাঁচ মাস পর শেষ হলো ধর্মঘট, হলিউডে স্বস্তি
পাঁচ মাস পর শেষ হলো ধর্মঘট, হলিউডে স্বস্তি
শাহরুখের ফর্মুলায় চেনা দমে ফিরছেন সালমান খানও!
শাহরুখের ফর্মুলায় চেনা দমে ফিরছেন সালমান খানও!
টলিউডের সিনেমায় অপূর্ব, সঙ্গে রাইমা সেন
টলিউডের সিনেমায় অপূর্ব, সঙ্গে রাইমা সেন