X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্যারিসের স্টেডিয়ামে বাংলাদেশের শিরোনামহীন

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০২২, ১৫:০১আপডেট : ১৭ জুন ২০২২, ১৭:১৬

প্রথম নয়, আগেও গান শোনাতে ‘ছবির দেশে কবিতার দেশে’ উড়ে গেছে টিম শিরোনামহীন। তিন মাসের ব্যবধানে সদস্যরা একই উদ্দেশ্যে প্যারিস যাচ্ছেন আবারও; তবে আবহটা একেবারে ভিন্ন। এবারই প্রথম দলটি ইউরোপের কোনও স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করবে। যেমনটা দেশীয় ব্যান্ড বা শিল্পীদের বেলায় সচরাচর ঘটে না।

যেমন তিন মাস আগেও শিরোনামহীন প্যারিস ঘুরে এসেছেন চার-দেয়ালের মাঝে গুটিকয় শ্রোতাদের খুশি করে।

দল-প্রধান জিয়াউর রহমান জানান, আগের শো-টি ছিল অ্যাম্বাসির অনুরোধে ইনডোরে ছোট পরিসরে। তবে এবার ২৬ জুনের কনসার্টে ঘটছে পুরো উল্টো। আয়োজনটি হচ্ছে একেবারে স্টেডিয়ামে- উন্মুক্ত আকাশের তলে।   

আফিওরা আয়োজন করছে ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ’ শিরোনামের এই কনসার্ট, যা অনুষ্ঠিত হবে শহরের ‘স্তা’ স্টেডিয়ামে। বাংলাদেশ ও ফ্রান্সের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করতে এবং ভবিষ্যতে সেটি আরও সুদৃঢ় করার প্রত্যয়ে বাংলাদেশ দূতাবাস, প্যারিসের আন্তরিক সহযোগিতায় এই বড় কনসার্টের আয়োজন।

ইভেন্ট প্রতিষ্ঠান ‘আফিওরা’ প্রত্যাশা করছে, ২৬ জুন প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ খুঁজে পাবে দর্শক শ্রোতারা। আয়োজক রাব্বানী খান জানান, ইভেন্টের প্রায় দেড় মাস আগে এই কনসার্ট ভেন্যুর ধারণ ক্ষমতার সম্পূর্ণ টিকিট প্রি বুকড হয়ে যায়। আমরা আশা করছি, ব্যান্ড নিয়ে প্রবাসে কনসার্ট আয়োজনের এই ধারাবাহিকতা আমরা প্রতি বছর অব্যাহত রাখবো। 

শিরোনামহীন প্রধান জিয়াউর রহমান জানান, এই কনসার্টে অংশ নিতে পুরো দল দেশ ছাড়ছে ২৪ জুন। ফিরবেন ১০ আগস্ট। এরমধ্যে ২৬ জুন ‘স্তা’ স্টেডিয়াম কনসার্টের পর এত্রিতাত, জিয়োল্ড, আমস্টারডাম ও প্রাগ অঞ্চলগুলোতেও গান শোনাবেন তারা।

এই সফর প্রসঙ্গে শিরোনামহীন নেতা জিয়া বলেন, ‘প্রবাসী ভাইবোনদের দেশের ব্যান্ডের প্রতি ভালোবাসা আর আবেগ আমরা অনুভব করি। তাদের সামনে, সরাসরি মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তাছাড়া, তাদের এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি শ্রোতা বন্ধুদের সামনে নিজের দেশের পতাকা মঞ্চে বহন করার দায়িত্ব শিরোনামহীনের জন্য বিরল সম্মানের।’ 

শিরোনামহীন ব্যান্ডের অন্যতম সদস্য, কম্পোজার ও ড্রামার কাজি আহমেদ শাফিন বলেন, ‘প্যারিস কনসার্ট-এর পর আমরা এত্রিতাত, জিয়োল্ড, আমস্টারডাম, প্রাগ ইত্যাদি ইউরোপের কিছু অঞ্চলে ট্যুর করছি। আশা করি, সময়টা উপভোগ করবো। ব্যান্ডের ইন্টারনাল কেমিস্ট্রিতেও এ ধরনের ট্যুর বেশ ভূমিকা রাখে।’ 

ব্যান্ডের নতুন সদস্য ভোকাল শেখ ইসতিয়াক জানান, ‘বাংলাদেশের বর্তমান সময়ের ব্যস্ততম ব্যান্ডের সাথে বারুদের সমুদ্রে দ্রুতগতিতে ভেসে যাচ্ছি। জয়েন করার পর বিগত পাঁচ বছরে ব্যান্ডকে কখনও বসে থাকতে দেখিনি। সামনে, নতুন অ্যালবামের কাজ শুরু করছি আমরা। এই ট্যুর আমাদের আগামী কঠিন পরিশ্রমের আগে টনিক হিসেবে কাজ করবে।’
  
গত মে মাসে শিরোনামহীন তাদের ষষ্ঠ অ্যালবাম ‘পারফিউম’ প্রকাশ করে কুড়াচ্ছে প্রশংসা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘শিরোনামহীন’র নতুন গান: ফ্রান্স থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায়
‘শিরোনামহীন’র নতুন গান: ফ্রান্স থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায়
থাইল্যান্ডের বিভিন্ন আইল্যান্ডে শিরোনামহীন!
থাইল্যান্ডের বিভিন্ন আইল্যান্ডে শিরোনামহীন!
জিয়া-কনকের ‘পারাপার’: আক্ষেপের বিরান চরে সতেজ বৃক্ষ (ভিডিও)
জিয়া-কনকের ‘পারাপার’: আক্ষেপের বিরান চরে সতেজ বৃক্ষ (ভিডিও)
শিরোনামহীনের বাইরে জিয়াউর রহমান!
শিরোনামহীনের বাইরে জিয়াউর রহমান!
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)