X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সমুদ্র থেকে ফিরে ‘হাওয়া’ টিমের বিশ্ববিদ্যালয় সফর

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০২২, ১৭:৪৭আপডেট : ২২ জুলাই ২০২২, ২২:২০

‘সাদা সাদা কালা কালা’ গান দিয়ে মুক্তির আগেই বাজিমাত করলো ‘হাওয়া’ টিম। নাটক আর গানের পর ফের জাত চেনানোর অপেক্ষায় নির্মাতা মেজবাউর রহমান সুমন।

২৯ জুলাই মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত ‘হাওয়া’। মাত্র ৭ দিন বাকি। তাই ‘সাদা সাদা কালা কালা’ গানটির হিট তকমা নিয়ে তৃপ্ত নন সংশ্লিষ্টরা। বরং প্রচারণার পালে ‘হাওয়া’ লেগেছে। তাই তো সমুদ্র শুটিংয়ের গল্প শোনাতে নতুন ঢংয়ে প্রচারণায় নামছে পুরো টিম। যেখানে সুমনের নেতৃত্বে থাকছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ ছাড়াও সংগীতের ইমন চৌধুরী, এরফান মৃধা ও ব্যান্ড মেঘদল।

নির্মাতা সুমন জানান, ২৩ জুলাই থেকে দেশের উল্লেখযোগ্য চারটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে টিম ‘হাওয়া’। যেখানে ক্যাম্পাসের শিক্ষার্থীর সঙ্গে গান ও গল্পে মাতবেন কলাকুশলীরা। 

শুরুটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ থেকে। ২৩ জুলাই সন্ধ্যা ৭টায় সেখানে বসবে ‘হাওয়া’র আসর। এতে ‘হাওয়া’ টিমের সঙ্গে উপস্থিত থাকবেন সুরকার ইমন চৌধুরী, কণ্ঠশিল্পী এরফান মৃধা শিবলু এবং ব্যান্ড মেঘধল। 

পরদিন (২৪ জুলাই) টিম যাবে এআইইউবি ক্যাম্পাসে। এদিন বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বসবে ‘হাওয়া’ আসর। এতে আগের শিল্পী-কুশলীদের সঙ্গে যুক্ত হবেন তানযীর তুহীন। 

২৫ জুলাই তারা যাবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে। বিকাল ৫টার এই আসরে উপস্থিত থাকবে একই টিম। এরপর ২৬ জুলাই একই সময়ে একই টিম যাবে নটরডেম ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

শুটিংয়ে টিম ‘হাওয়া’ ‘হাওয়া’র নির্মাণ সংস্থা ফেসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। দেশ ছাড়াও বিদেশে ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। 

গভীর সমুদ্রে চিত্রায়িত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহসংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

নির্মাতার ভাষ্যে, ‘হাওয়া’ মূলত এ কালের রূপকথার গল্প। তবে যে রূপকথার গল্প সবাই শুনে আসছে, ঠিক তেমন না। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প। সমুদ্রপাড়ের নয়, গভীর সমুদ্রের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

এটি নির্মাতার প্রথম সিনেমা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল