X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
অবশেষে ঢাকায় পা ফেললেন শাকিব খান

এয়ার হোস্টেসকে বার বার জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে: শাকিব খান

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৩:৩২আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫:৩০

গত নভেম্বরে বিভুঁইয়ে পাড়ি দিয়েছিলেন শাকিব খান। ছিলেন মার্কিন মুলুকে। দীর্ঘ ৯ মাস পর ঢালিউডের শীর্ষ এই তারকা দেশে ফিরলেন। আজ (১৭ আগস্ট) বেলা ১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এসময় তাকে স্বাগত জানাতে সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত। 

বিমানবন্দরের তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলে মিডিয়া অঙ্গনের শাকিবের ঘনিষ্ঠজনরাও। 

বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এতো মিস করেছেন, ভালো বেসেছেন। আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতো দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে এয়ার হোস্টেসকে বার বার জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে? আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’  

এর আগে গতকাল (১৬ আগস্ট) সকালে বিমানে ওঠার আগে শাকিব খান এক পোস্টে আসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন। 

ফেসবুকে ভেরিফায়েড পেজে শাকিব খান লেখেন, ‌‘জীবন যখনই আমাকে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতো। এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

বিগত সময় নিয়ে তিনি আরও বলেন, ‘এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল! ’

জানা যায়, মাত্র তিন মাসের জন্য দেশে ফিরছেন শাকিব। নভেম্বরে ফিরে যাবেন আমেরিকা। এ বছর তিনি কাজ করবেন ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামের নতুন দুটি ছবিতে। এগুলোর প্রযোজক শাকিব নিজেই।

/এম/এমএম/
সম্পর্কিত
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে গ্রেফতার ৩
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
তাণ্ডব: প্রশ্নবিদ্ধ এক ছবি, রেটিং ৬/১০
সিনেমা সমালোচনাতাণ্ডব: প্রশ্নবিদ্ধ এক ছবি, রেটিং ৬/১০
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার