X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
অপারেশন সুন্দরবন

এই সিনেমা ঝড়ো হাওয়া এনে দেবে: আসাদুজ্জামান নূর

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:২২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২২:২২

মধ্যমণি হয়ে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’-এর সংবাদ সম্মেলনে হাজির হলেন নন্দিত অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি। স্বাভাবিকভাবেই সবার অপেক্ষা, আগ্রহ ছিল তার বক্তব্যের জন্য। মঞ্চে উঠেই চিরচেনা হাসিমাখা মুখে ভরাট কণ্ঠের দ্যুতি ছড়ালেন তিনি।

বোঝা গেলো, সিনেমার আয়োজনে এসে মেজাজ ফুরফুরে। বললেন, ‘আমি রাজনীতিতে যুক্ত হয়েছি ঠিকই, কিন্তু যখন এসব মানুষের সংস্পর্শে আসি, তখন নতুন করে প্রাণ ফিরে পাই, উজ্জীবিত হই। অভিনয়ের জীবনটাই আমার প্রকৃত জীবন বলে সবসময় মনে করি।’

র‍্যাব কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ নির্মিত হয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার ক্ষেত্রে র‌্যাবের দুঃসাহসিক অভিযানের গল্পে। বিষয়টি নিয়ে এর আগে কোনও সিনেমা নির্মিত হয়নি। তাই র‌্যাবকে বিশেষ ধন্যবাদ জানালেন আসাদুজ্জামান নূর, ‘সাধারণত এই ধরনের কাজ নিয়ে তথ্যচিত্র বেশি হয়। এমন একটি গল্প, ঘটনা যে সিনেমায় তুলে ধরা যায়, সেটা ভাবার জন্য র‌্যাবের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

এই আয়োজনে এসে জীবনের নতুন অভিজ্ঞতা হয়েছে আসাদুজ্জামান নূরের। জানালেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করেছি, তবে এই প্রথম কোনও পোস্টার উন্মোচন করলাম। বেশ বড়সড় এবং খুব আকর্ষণীয় একটি পোস্টার। আর সিনেমাটির ট্রেলার কিছুটা দেখলাম; বিশ্বমানের ট্রেলার মনে হয়েছে। ইদানীং দেশের সিনেমার পালে বাতাস লেগেছে। এই সিনেমা ঝড়ো হাওয়া এনে দেবে।’

সব ধরনের সিনেমা দেখার অভ্যাস রয়েছে জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি নিজে খুব সিনেমাপাগল মানুষ। সব ধরনের সিনেমা দেখি। সিনেমার বিষয়ে একটি কথা বলতে চাই, ভালো সিনেমা এবং খারাপ সিনেমা। কমার্শিয়াল বা আর্টফিল্ম কোনও সিনেমার সংজ্ঞা হতে পারে না। স্বয়ং সত্যজিৎ রায়ও এই কথা বলে গেছেন। আরেকটা বিষয়, যে সিনেমা জনপ্রিয় হয়, সেটি ভালো; আর যেটি জনপ্রিয় হয় না, সেটি খারাপ–এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে।’

কমান্ডার খন্দকার আল মঈন উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে চলচ্চিত্রটির নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আরও উপস্থিত ছিলেন ‘অপারেশন সুন্দরবন’ টিমের সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, রিয়াজ আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী। তবে সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। 

জানা গেছে, তিনি এই সিনেমার কাজেই ব্যস্ত রয়েছেন। আগামী ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
আমাদের সামনে অনেক কাজ: আসাদুজ্জামান নূর
আমাদের সামনে অনেক কাজ: আসাদুজ্জামান নূর
ভক্ত নয়, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের অপেক্ষায় তারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভক্ত নয়, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের অপেক্ষায় তারা
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না