X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘স্ত্রী প্রশংসা দিবসে’ পরীর আহ্লাদি ভিডিও প্রকাশ করলেন রাজ

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫

প্রশংসা শুনতে কার না ভালো লাগে! আর সেটা যদি যায় স্ত্রীর পক্ষে, তাহলে তো কথাই নেই। স্ত্রীদের প্রশংসা করার জন্য একটি বিশেষ দিবসও রয়েছে। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সেই দিন। ২০০৬ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে ‘স্ত্রী প্রশংসা দিবস’ পালিত হয়।

যদিও সেটি এতোকাল বাংলাদেশের পালে হাওয়া দিতে পারেনি। যে হাওয়া এবার ছড়িয়ে দিলেন নায়িকা পরীমণি। 

দিবসটি অনেকের কাছেই পরিচিত নয়। তাই সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে স্বামী নায়ক রাজকে স্মরণ করিয়ে দিলেন পরীমণি। স্ত্রীর ইঙ্গিতে বুঝতে পারেন শরিফুল রাজ। এরপরই পরীকে নিয়ে দিলেন ভালোবাসাময় বার্তা।
 
বলেছেন, ‘তোমাকে কীভাবে অনুভব করি এবং তুমি আমার জীবনে আসায় আমি কতটা ধন্য, তা প্রকাশের ভাষা নেই আমার কাছে। আমি শুধু এটুকু বলতে চাই, আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া এই জীবন কল্পনাও করতে পারি না।’

শেষে লিখেছেন, ‘শিগগিরই বাসায় ফিরছি...!’ বোঝা গেলো, কাজের সুবাদে বাইরে রয়েছেন রাজ। তাই ঘরে ফেরার বার্তাও দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।
 
নিজের পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেছেন রাজ। যেখানে দেখা গেলো, আহ্লাদি ভঙ্গিমায় স্বামীর সঙ্গে কথা বলছেন পরী। ভিডিওতে কান পাতলে শোনা যায়; 

পরী: (কান্নার ছলে) ভালোবাসতে না কেন?

রাজ: কখন? 

পরী: ওই যে তখন

রাজ: তো এখন?

পরী: এখন তো বাসো (মুখে আহ্লাদি হাসি)

স্ত্রীর প্রতি রাজের এমন শুভেচ্ছা বার্তার আগে পরীমণি দিবসটির কথা স্বামী ও জাতিকে একসঙ্গে মনে করিয়ে দেন এভাবে- ‘আজকে একটা দিবস আছে বুঝছো রাজ!’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর সেই খবর প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটিও দেন। গত ১০ আগস্ট একটি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন রাজ-পরী। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

/কেআই/এমএম/
সম্পর্কিত
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা