X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

‘স্ত্রী প্রশংসা দিবসে’ পরীর আহ্লাদি ভিডিও প্রকাশ করলেন রাজ

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫

প্রশংসা শুনতে কার না ভালো লাগে! আর সেটা যদি যায় স্ত্রীর পক্ষে, তাহলে তো কথাই নেই। স্ত্রীদের প্রশংসা করার জন্য একটি বিশেষ দিবসও রয়েছে। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সেই দিন। ২০০৬ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে ‘স্ত্রী প্রশংসা দিবস’ পালিত হয়।

যদিও সেটি এতোকাল বাংলাদেশের পালে হাওয়া দিতে পারেনি। যে হাওয়া এবার ছড়িয়ে দিলেন নায়িকা পরীমণি। 

দিবসটি অনেকের কাছেই পরিচিত নয়। তাই সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে স্বামী নায়ক রাজকে স্মরণ করিয়ে দিলেন পরীমণি। স্ত্রীর ইঙ্গিতে বুঝতে পারেন শরিফুল রাজ। এরপরই পরীকে নিয়ে দিলেন ভালোবাসাময় বার্তা।
 
বলেছেন, ‘তোমাকে কীভাবে অনুভব করি এবং তুমি আমার জীবনে আসায় আমি কতটা ধন্য, তা প্রকাশের ভাষা নেই আমার কাছে। আমি শুধু এটুকু বলতে চাই, আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া এই জীবন কল্পনাও করতে পারি না।’

শেষে লিখেছেন, ‘শিগগিরই বাসায় ফিরছি...!’ বোঝা গেলো, কাজের সুবাদে বাইরে রয়েছেন রাজ। তাই ঘরে ফেরার বার্তাও দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।
 
নিজের পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেছেন রাজ। যেখানে দেখা গেলো, আহ্লাদি ভঙ্গিমায় স্বামীর সঙ্গে কথা বলছেন পরী। ভিডিওতে কান পাতলে শোনা যায়; 

পরী: (কান্নার ছলে) ভালোবাসতে না কেন?

রাজ: কখন? 

পরী: ওই যে তখন

রাজ: তো এখন?

পরী: এখন তো বাসো (মুখে আহ্লাদি হাসি)

স্ত্রীর প্রতি রাজের এমন শুভেচ্ছা বার্তার আগে পরীমণি দিবসটির কথা স্বামী ও জাতিকে একসঙ্গে মনে করিয়ে দেন এভাবে- ‘আজকে একটা দিবস আছে বুঝছো রাজ!’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর সেই খবর প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটিও দেন। গত ১০ আগস্ট একটি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন রাজ-পরী। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

/কেআই/এমএম/
সম্পর্কিত
রাজকে দেখে ভয় পেয়েছি: চঞ্চল চৌধুরী
রাজকে দেখে ভয় পেয়েছি: চঞ্চল চৌধুরী
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
সিনেমা সমালোচনাইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা