X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
ঐশীর নতুন জীবন

গানের মঞ্চ থেকে হৃদরোগীদের সেবায়

বিনোদন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৮:০৫আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৪৪

ফোক-রক ঘরানায় এতটা শক্ত-পোক্ত কণ্ঠ বাংলায় খুব বেশি মেলেনি। যেটা মিলেছে ফাতিমা তুষ যাহরা ঐশীর কণ্ঠে। টিনএজ বয়সে যার প্রফেশনাল জীবন শুরু। এর মধ্য দিয়ে তিনি মুগ্ধ করেছেন ধারাবাহিকভাবে গানে-মঞ্চে। বিশেষ করে লোকগানে চোখবন্ধ-করা অনবদ্য ঐশী।

সেই শিল্পী মঙ্গলবার (১ নভেম্বর) থেকে শুরু করেছেন একেবারে নতুন জীবন। না, বিষয়টি বিয়ে নয়। তবে হৃদয়ঘটিত! অনেকটা গানের মঞ্চ থেকে বাঁধভাঙা শ্রোতা ঠেলে সুনসান নীরবতায় মোড়া বেসরকারি একটি নামকরা হাসপাতালের সিসিইউ’র দায়িত্ব নিয়েছেন মেডিক্যাল অফিসার হিসেবে। যে সিসিইউ’তে ভর্তি থাকেন হৃদরোগে আক্রান্তরা।

বিষয়টি বিস্ময়কর অথবা মুগ্ধতার। কারণ, ধারাবাহিক গান গাওয়া, প্রকাশ করা আর মঞ্চ মাতানোর পাশাপাশি ঐশী কোন ফাঁকে কঠিনতম এমবিবিএস পাস করেছেন সেটি অনেকেই টের পাননি। শহরের এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে তিনি ২০২১ সালে চিকিৎসা বিদ্যার এই স্বীকৃতি লাভ করেন। মাঝে এক বছরের প্র্যাকটিস সেশন শেষ করে আজই (২ নভেম্বর) যোগ দেন রাজধানীর শমরিতা হাসপাতালে। দায়িত্ব পান কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসারের।

ঐশী খুব খুশি। দুটো কারণে। প্রথমটি, এটা চিকিৎসক হিসেবে তার প্রথম চাকরি। অন্যটি তার বয়ানে, ‘পড়াশোনার সময় থেকে ইন্টার্নশিপ পর্যন্ত আমার খুব ভালো লাগতো কার্ডিওলজি বিভাগের সিসিইউ ডিউটি। যদিও ওভারঅল আমার মেডিসিন বিভাগ পছন্দ। বাট মেডিসিনের মধ্যে কার্ডিওলজিটা আমাকে বরাবরই টানে। জীবনের প্রথম চাকরিটাই সিসিইউ-কার্ডিওলজি দিয়ে শুরু হলো। এটাই বড় আনন্দ। একজন চিকিৎসক হিসেবে নিজেকে দিন দিন আরও যোগ্য করে তুলতে চাই। মানুষের সেবা করতে চাই। বাকিটা আল্লাহ ভরসা।’

চিকিৎসক হিসেবে ঐশীর প্রথম দিন ফাতিমা তুয যাহরা ঐশীর বাবা আবদুল মান্নান চলতি বছরের ২০ মার্চ হার্ট অ্যাটাকে অকালেই মারা যান। বাবার কথা ভেবেও হয়তো কার্ডিওলজি বিভাগটি টানে এই শিল্পীকে।

এদিকে চলতি বছরই ঐশী পর পর দুটি হিট গান উপহার দেন। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’ অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’। গান দুটিতে যথাক্রমে মডেল হন বলিউডের দুই নায়িকা সানি লিওনি ও ওয়ারিনা হুসাইন। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
ঐশীর কণ্ঠে বিশালের গান
ঐশীর কণ্ঠে বিশালের গান
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়