X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জিতের ছবির পরিচালক বাংলাদেশের সঞ্জয়

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৯:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২২:৫১

সোজা কথায়, টলিউডের সুপারস্টার জিৎ। দুই দশকের ক্যারিয়ার, বহু সুপারহিট সিনেমা আর তুমুল জনপ্রিয়তা। শুধু ভারতের পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশের দর্শকের কাছেও জিতের গ্রহণযোগ্যতা পরীক্ষিত। এতদিন নিজ দেশ-শহরের নির্মাতাদের সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এবার আস্থা রাখলেন বাংলাদেশি নির্মাতার ওপর। তার নাম সঞ্জয় সমদ্দার। জিতের নতুন ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন ঢাকাই শোবিজের প্রশংসিত এই নির্মাতা।

ছবিটির নাম ‘মানুষ’। বুধবার (৩০ নভেম্বর) জিতের জন্মদিন উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সঙ্গে প্রকাশ করা হয়েছে টাইটেল পোস্টার। ছবিটির ট্যাগ লাইন ‘চাইল্ড অব ডেসটিনি’। এটি নির্মিত হচ্ছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

‘সাথী’ খ্যাত অভিনেতার ফেসবুক পেজ থেকেই চমকপ্রদ ঘোষণাটি দেওয়া হয়েছে। পাশাপাশি সঞ্জয় সমদ্দারও বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বর্তমানে কলকাতায় রয়েছেন। সেখান থেকেই বললেন, ‘দেশের মান সম্মান যেন গ্লোবালি রাখতে পারি, এই দোয়া চাই। ছবিটিতে বাংলাদেশি হিসেবে একমাত্র আমি আছি; চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে। এটা অনেক বড় দায়িত্ব। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’

ছবিটির টাইটেল পোস্টার ‘মানুষ’ সিনেমায় জিতের সঙ্গে আরও যারা অভিনয় করবেন, তারা সকলেই কলকাতার। তবে নায়িকা হিসেবে কে থাকছেন, সেটা এখনই জানাতে নারাজ নির্মাতা সঞ্জয়। ছবিটির কাজ গুছিয়ে ডিসেম্বরের শেষ নাগাদ দেশে ফিরবেন তিনি।

অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো, সঞ্জয় সমদ্দারের ছবিতে কলকাতার জিৎ অভিনয় করবেন। যদিও নির্মাতা নিজেই সেটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এখন বুঝতে বাকি নেই, কৌশলগত কারণে খবরটি চেপে রেখেছিলেন তিনি।

প্রসঙ্গত, দেশের এই মেধাবী নির্মাতা নাটক ও ওয়েব কনটেন্ট বানিয়ে ইতোমধ্যে মুন্সিয়ানা দেখিয়েছেন। তার নির্মিত ‘যে শহরে টাকা ওড়ে’, ‘অমানুষ’, ‘দাগ’, ‘লোহার তরী’ প্রজেক্টগুলো দর্শকের প্রশংসা পেয়েছে।

/এমএম/কেআই/
সম্পর্কিত
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন
কলকাতায় চালু হলো চালকবিহীন মেট্রো
কলকাতায় চালু হলো চালকবিহীন মেট্রো
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা