X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কলকাতা থেকে সিয়ামের সারপ্রাইজ!

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৯:১২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১২:১১

দিন তিনেক আগে (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে শিশুতোষ গল্পের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আবু রায়হান জুয়েল নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরীমণিসহ অনেকে। তবে নতুন সিনেমার প্রচারে সশরীরে সময় দিতে পারছেন না সিয়াম। কারণ বেশ কিছু দিন ধরে তিনি অবস্থান করছেন কলকাতায়।

দেশ ছেড়ে দূরে আছেন বটে, কিন্তু নিজের দায়বদ্ধতা মোটেও ভোলেননি সিয়াম। সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত পোস্ট করে সেটাই বারবার বুঝিয়ে দিয়েছেন। এবার একধাপ এগিয়ে সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে কলকাতা থেকেই দিলেন একটি সারপ্রাইজ। কী আছে তাতে? এক কথায় উত্তর হতে পারে, ‘টলিউড ইন্ডাস্ট্রি’!

সিটি অব জয় খ্যাত কলকাতা থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সিয়াম। যেখানে তার সঙ্গে আছেন টলিউড কিংবদন্তি প্রসেনজিৎ চ্যাটার্জি। যাকে ভালোবেসে সবাই ‘বুম্বা দা’ আর সম্মান করে ‘ইন্ডাস্ট্রি’ বলে অভিহিত করেন। সেই নন্দিত তারকাই শুভকামনা জানালেন সিয়ামের মুক্তিপ্রাপ্ত ছবিটির জন্য।

সিয়ামের ভিডিও বার্তায় প্রসেনজিৎ প্রসেনজিৎ বলেন, “আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে; যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেটা ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।”

প্রসেনজিৎ নিজেও শিশুতোষ ছবি করেন। সে কথা মনে করিয়ে বললেন, “আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ; সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি দেখো। আমিও অপেক্ষায় থাকব ছবিটি দেখার জন্য।”

তাৎক্ষণিক সিয়াম জানান, যত দ্রুত সম্ভব, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ বুম্বা দার ঠিকানায় পাঠাবেন।

বলা জরুরি, টলিউডের সায়ন্তন ঘোষালের পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করছেন প্রসেনজিৎ ও সিয়াম। তাদের সঙ্গে আরও আছেন শ্রাবন্তী চ্যাটার্জি, আয়ুষী তালুকদার প্রমুখ। এই ছবির শুটিংয়ের জন্যই কলকাতায় সিয়াম। ছবিটির প্রাথমিক নাম ‘প্রতিপক্ষ’।

প্রসেনজিতের সঙ্গে সিয়াম আহমেদ উল্লেখ্য, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হয়েছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে সিয়াম-পরীর সঙ্গে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু।

/কেআই/
সম্পর্কিত
শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের ‘তাণ্ডব’!
শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের ‘তাণ্ডব’!
এই ঈদেও মুক্তি পাচ্ছে গত ঈদের ৪ ছবি!
এই ঈদেও মুক্তি পাচ্ছে গত ঈদের ৪ ছবি!
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
বিনোদন বিভাগের সর্বশেষ
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল