X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
৯ চৈত্র ১৪২৯

আফরান নিশোর নতুন সিনেমা ‘কালপুরুষ’

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৫১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১

ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে অবশেষে সিনেমায় নেমেছেন আফরান নিশো। গত বছরের নভেম্বরে তিনি ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। রায়হান রাফীর নির্মাণে সে ছবিতে তার নায়িকা তমা মির্জা। আসন্ন ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং হবে।

এরই মধ্যে পাওয়া গেলো আরেকটি সিনেমার খবর। এবারের প্রজেক্ট ‘কালপুরুষ’। নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। যিনি বর্তমানে ব্যস্ত আছেন কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে ‘মানুষ’ সিনেমার কাজে।

নিশোর সঙ্গে ছবিটির ব্যাপারে জানতে চাইলে বিস্তারিত কিছু বলেননি সঞ্জয়। তবে এতটুকু স্বীকারোক্তি দিয়েছেন, তারা ছবিটি করছেন।

এদিকে আফরান নিশো জানালেন, তার ভাবনা এখন সিনেমা ঘিরেই। সেজন্য নিজেকে প্রস্তুত করতে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন। তিনি বলেন, ‘সিনেমার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। গত ছয় মাসে ১৩ কেজি ওজন কমিয়েছি। আরও কিছুটা কমিয়ে পুরোদস্তুর ফিট হয়ে তবেই সিনে ক্যামেরার সামনে দাঁড়াবো।’

জানা গেছে, ‘কালপুরুষ’ সিনেমাটি প্রযোজনা করছেন টপি খান। বর্তমানে ছবিটির চিত্রনাট্য ঘষামাজা চলছে। সেই সঙ্গে শিল্পী নির্বাচনও চলমান। তবে আফরান নিশোর সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সম্পন্ন হয়ে গেছে।

সঞ্জয় সমদ্দার কলকাতায় যে ‘মানুষ’ নির্মাণ করছেন, সেটির প্রযোজকও জিৎ। এতে নায়িকা হিসেবে আছেন ঢাকার বিদ্যা সিনহা মিম। ছবিটির সিংহভাগ শুটিং শেষ। বাকিটা সেরে দেশে ফিরেই ‘কালপুরুষ’ নিয়ে বিস্তারিত জানাবেন তরুণ এ নির্মাতা।

/কেআই/
সম্পর্কিত
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
হয়ে গেলো নিশোর প্রথম সিনেমার মহরত
হয়ে গেলো নিশোর প্রথম সিনেমার মহরত
চাঁদপুরে রসু খাঁর খোঁজে শিহাব শাহীন, প্রস্তুত হচ্ছেন নিশো
চাঁদপুরে রসু খাঁর খোঁজে শিহাব শাহীন, প্রস্তুত হচ্ছেন নিশো
বিনোদন বিভাগের সর্বশেষ
সংবাদ সম্মেলনে শাকিব: নির্দোষ দাবি, জয়ের হাসি ও তারাবির জন্য ইতি
সংবাদ সম্মেলনে শাকিব: নির্দোষ দাবি, জয়ের হাসি ও তারাবির জন্য ইতি
প্রথমবার একসঙ্গে বাংলার দুই দেবী!
প্রথমবার একসঙ্গে বাংলার দুই দেবী!
কন্যার বাবা হলেন আতিফ আসলাম
কন্যার বাবা হলেন আতিফ আসলাম
উত্তাল সমুদ্রে ঝড়-বৃষ্টিতে অমি-পলাশদের এক সপ্তাহ
উত্তাল সমুদ্রে ঝড়-বৃষ্টিতে অমি-পলাশদের এক সপ্তাহ
শাহনাজ রহমতুল্লাহ: দৃষ্টির সীমানা থেকে হারানোর চার বছর
মৃত্যুদিনে স্মরণশাহনাজ রহমতুল্লাহ: দৃষ্টির সীমানা থেকে হারানোর চার বছর