X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
শুভ জন্মদিন

‘ক্যারিয়ার সাময়িক বিষয়, তৃপ্ত থাকা উচিত জীবন নিয়ে’

কামরুল ইসলাম
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৫

ভাষার মাস, ভালোবাসার মাস ফেব্রুয়ারি। এ মাসেই (২ ফেব্রুয়ারি) জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। আবার এই মাসেই মুক্তি পাচ্ছে তার প্রথম ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। তাই বাংলা ট্রিবিউনের সঙ্গে তার আলাপে জন্মদিন ও সাম্প্রতিক কাজ প্রাসঙ্গিক হয়ে উঠলো।
 
শুভেচ্ছা বিনিময়ে আলাপের শুরু। এরপর জানতে চাওয়া, তার কাছে জন্মদিন কেমন? শুভর সরল উত্তর, ‘জন্মদিনটা আসলে আমার কাছে কোনও রকমই না। কারণ এই দিনে আমি তো কিছু করিনি। শিশু হিসেবে মানুষ তো আরামেই পৃথিবীতে চলে আসে। এরপর আরও কয়েক বছর তাকে একেবারে মাথায় করে রাখা হয়। কিন্তু কষ্টটা করেন মা, বাবা, পরিবারের সদস্যরা। তাই জন্মদিনে শুভেচ্ছা জানাতে হলে তাদেরকেই জানানো উচিত। আমার উদযাপনের কিছু নেই।’

আরিফিন শুভ সাধারণত জন্মদিন এলেই মানুষ ভাবিত হয়ে পড়েন ফেলে আসা বছর নিয়ে, অতীতের ডায়েরি নিয়ে। কেমন গেলো বছর, জীবনের উদ্যানে প্রাপ্তির বৃক্ষ কতটা বড় হলো, এসব অংক কষেন। তবে অতীতের হিসাব-নিকাশে শুভর অনীহা বরাবরের। এমনকি ক্যারিয়ার নিয়েও খুব বেশি ভাবেন না তিনি। তার ভাষ্য, ‘ক্যারিয়ার একটি সাময়িক বিষয়। তৃপ্ততা থাকা উচিত জীবন নিয়ে। আর সেই জীবন নিয়ে আমি যথেষ্ট তৃপ্ত। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন। ক্যারিয়ার আজ আছে, কাল নেই। কর্মজীবন তো খুব ছোট। কিন্তু আসল জীবন অনেক বড়। আসল জীবনে আল্লাহ অনেক ভালো রেখেছেন।’

একদিন আগে থেকেই জন্মদিনের শুভেচ্ছা আসতে থাকে বলে জানালেন আরিফিন শুভ। বস্তুগত এবং অবস্তুগত উপহারের সংখ্যা অগণন। তাই কোনও একটি উপহারের কথা বলে অন্যদের ছোট করতে নারাজ অভিনেতা।
 
‘উনিশ২০’-এ বিন্দু ও শুভ ব্যক্তিগত প্রসঙ্গে থেকে এবার কাজের দিকে নজর দেওয়া যাক। আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শুভ অভিনীত ওয়েব ফিল্ম ‘উনিশ২০’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। রোম্যান্টিক ধাঁচের এ ছবিতে তার সঙ্গে আছেন আফসান আরা বিন্দু।
 
গেলো ১৩ জানুয়ারি শুভকে দেখা যায় ‘ব্ল্যাক ওয়ার’-এ, পুরোদস্তুর অ্যাকশন অবতারে। এক মাসের ব্যবধানে নিরেট প্রেমিকের ভূমিকায়। এ নিয়ে শুভর এক বাক্যের মন্তব্য, ‘জানুয়ারির ১৩ তারিখে নাবিদ আল শাহরিয়ার, আর ফেব্রুয়ারির ১৩ তারিখের অপুকে দর্শকরাই মিলিয়ে নেবেন। আমি নিজে আর কী বলবো! আমি শুধু আমার কাজটুকু করেছি।’

বুধবার (১ ফেব্রুয়ারি) প্রকাশ হয়েছে ‘উনিশ২০’র একটি গান। ‘পাখি পাখি মন’ শিরোনামের গানটিতে অপূর্ব গ্রামীণ পরিবেশে প্রেমময় জুটি হিসেবে দেখা দিয়েছেন শুভ ও বিন্দু। কাজের সুবাদে অনেকদিন পর গ্রামের সৌন্দর্যটা উপভোগ করেছেন শুভ। কারণ ব্যস্ততায় প্রকৃতি দেখার সুযোগও যে হয়ে ওঠে না। 

শুভ বলেন, ‘এরকম গ্রামে একেবারেই যাওয়া হয় না। তাই শুটিংয়ের সময় যখন যাওয়া হয়, তখন এক পলকে নিবিড়ভাবে তাকিয়ে থাকি। শুটিংয়ে তো আসলে কোনও মজার ঘটনা হয় না। শুটিং একটা যুদ্ধের ময়দানের মতো। অমানবিক, অমানুষিক পরিশ্রম করতে হয়। এর ফাঁকে যতটুকু পারি সবুজ, প্রকৃতির সৌন্দর্য আস্বাদনের চেষ্টা করি। আসলে আমি ব্যক্তিগতভাবে সবুজ খুব ভালোবাসি। সবুজ আমাকে প্রচণ্ড আত্মিক শান্তি দেয়।’

‘উনিশ২০’-এ শুভ-বিন্দু ‘উনিশ২০’ নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত বলে শুভ নিজেও উচ্ছ্বসিত। তার মতে, ‘দর্শক ইতোমধ্যে আকাশে উঠে আছে উৎসাহে। আমি কিন্তু আমার দর্শকের কথা বলছি, মানে যারা আমাকে আরিফিন শুভ বানিয়েছে। তারা সবচেয়ে বেশি এক্সাইটেড। কারণ দেশে তো হলের সংখ্যা কম। এবার তারা বাংলাদেশের যেকোনও প্রান্ত থেকে এবং পৃথিবীর যে জায়গাতেই ইন্টারনেট আছে, সেখান থেকেই ছবিটা রিলিজের সঙ্গে সঙ্গেই দেখতে পারবে। এটা নিয়ে আমার দর্শকরা উচ্ছ্বসিত, আর ওই কারণে আমি নিজেও এক্সাইটেড।’

আনন্দ-উচ্ছ্বাসের ফাঁকে এক চিলতে আক্ষেপও উঠে আসলো আরিফিন শুভর কথায়। তিনি জানান, তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘তারকাঁটা’, ‘মুসাফির’ এসব সিনেমা শুধুমাত্র হলসংকটের কারণে কোটি কোটি মানুষ দেখতে পারেনি। 

এবার আর হল সংক্রান্ত সীমাবদ্ধতা নেই। অন্তর্জালের শক্তিতে যে কেউ সহজেই শুভর নতুন ছবিটি দেখতে পারবেন। তাই আলাপের শেষটা হলো প্রত্যাশার অনুরণনে। সেটা এরকম, ‘বাংলাদেশের বাইরে আমার প্রচুর দর্শক আছেন। কীভাবে আমি এটা জানি? কারণ আমি আমার ছবি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দৌড়েছি। স্পেন, অস্ট্রিয়ায় তো বাংলাদেশের খুব কম মানুষ থাকেন। সেখান থেকেও আমি ভালোবাসা পেয়েছি। তাই এবার তারা সবাই, পৃথিবীর যেকোনও প্রান্ত থেকেই আমার ছবিটা দেখতে পারবেন। এটাই আপাতত আনন্দের বিষয়।’ আরিফিন শুভ

/এমএম/
সম্পর্কিত
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী