X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী: সোহেল মণ্ডল

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৪

নাগরিক জীবনের চেনা-অচেনা গল্পের ভিড় থেকে কয়েক টুকরো খুঁজে নিলেন নির্মাতা গৌতম কৈরী। এরপর বানালেন ‘আন্তঃনগর’ নামের সিনেমা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছে।

এই ‘আন্তঃনগর’-এ যাত্রী হয়েছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা প্রমুখ। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ। সম্পাদনা শেষে শিগগিরই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

এতে একজন সিএনজি চালকের ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। তিনি বলেন, “আন্তঃনগর’-এ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা, প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গেছে। সেই সঙ্গে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।”

সিএনজি চালকের রূপে শ্যামল মাওলা ছবিটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন সোহেল মণ্ডল ও শবনম ফারিয়া। একে-অপরের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন আনন্দচিত্তে।

মণ্ডলের ভাষ্য, ‘শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী, তাই দারুণ কেটেছে কাজের সময়টা। আর এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল সব বিষয় আছে। দারুণ একটি গল্প।’

‘আন্তঃনগর’-এ শবনম ফারিয়া শবনম ফারিয়া অনুভূতি এরকম, ‘এই সিনেমায় যারা আছেন, সবার সঙ্গেই আগে কাজের অভিজ্ঞতা ছিল। রুনা আপার সঙ্গে সিরিয়ালে দীর্ঘ সময় কাজ করেছি। শ্যামল দা, সোহেল ভাই সবাই পছন্দের মানুষ। তাই তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তাছাড়া ছবিটির গল্প নারীদের জীবন যুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা।’

নির্মাতা গৌতম কৈরী জানান, ‘আন্তঃনগর’ তার প্রথম সিনেমা। তাই প্রত্যাশার পারদও উঁচুতে। বললেন, “প্রথম সিনেমা, সেজন্য মিশ্র অনুভূতির মধ্যে আছি। ‘আন্তঃনগর’-এ সব অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন। গল্পের মধ্যে আমরা এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ করেছি। আশা করছি ভিন্ন কিছুই পাবেন দর্শক।’

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
পরাজয় নিশ্চিত জেনেও মোশাররফ করিমের ফেরা!
পরাজয় নিশ্চিত জেনেও মোশাররফ করিমের ফেরা!
ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক
ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক
সাধুসঙ্গে যোগ দিচ্ছেন নিপুণ-ফারিয়া
সাধুসঙ্গে যোগ দিচ্ছেন নিপুণ-ফারিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু