বছর দেড়েক আগে ‘নেটওয়ার্কের বাইরে’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন তাসনিয়া ফারিণ। ছবিটি সাড়াও পেয়েছিল বেশ। ফের নেটওয়ার্কের বাইরে তিনি! এবার কোনও সিনেমা বা নাটকে নয়, বাস্তবেই। বিষয়টা তবে খোলাসা করা যাক।
কদিন আগেই চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চষে বেড়িয়েছেন ফারিণ। না, স্রেফ ঘুরে বেড়ানো নয়, শুটিংয়ের প্রয়োজনেই। পাহাড়ের দুর্গম স্থানে হয়েছে তাকে ঘিরে চিত্রায়ণ। যেখানে ছিল না মোবাইলের নেটওয়ার্ক। ফলে প্রায় দুদিন একপ্রকার বিচ্ছিন্ন থাকতে হয়েছে ফারিণসহ পুরো ইউনিটকে।
তাসনিয়া ফারিণের এই ব্যতিক্রম অভিজ্ঞতার পেছনের কাণ্ডারি অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ। তার নির্মাণেই একটি গানচিত্রে মডেল হয়েছেন অভিনেত্রী। যেটি মূলত ব্যান্ড ‘অ্যাশেজ’র নতুন অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’র শেষ গান। চমক হিসেবে গানটির নাম এখনও রাখা হয়েছে গোপন।
বিশেষ এই গানচিত্র নিয়ে বাংলা ট্রিবিউন কথা বলেছে তাসনিয়া ফারিণ ও জিয়াউল হক পলাশ দুজনের সঙ্গেই। তাতে আঁচ করা গেলো, দুজনেই কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।
নাটকে প্রশংসিত অধ্যায় পেরিয়ে ফারিণ ওটিটি প্ল্যাটফর্মে বাজিমাত করেছেন। কিছু দিন আগে টলিউড থেকে সিনেমায় অভিষেকও হয়েছে। তবে গানের ভিডিওতে সেভাবে পাওয়া যায়নি এই সুদর্শনাকে। জানালেন, বড় পরিসরে, নাটকের বাইরে, মূলধারার গানে এটিই তার প্রথম মিউজিক ভিডিও।
ওয়েব-সিনে ব্যস্ততার মাঝে ঠিক কী কারণে গানচিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালেন? এ প্রশ্নের জবাবে ফারিণের কথায় মুগ্ধতার ছাপ। বললেন, “আসলে গানটা আমার খুব পছন্দ হয়েছে। আর ‘অ্যাশেজ’ হলো সেই ব্যান্ড, যাদের গান আমি প্রচুর শুনি এবং সেসব গানে নিজেকে খুব সহজে খুঁজে পাই। তাদের পুরো আবহ (ভাইব) ভালোবাসি আমি। এছাড়া চাচ্ছিলাম নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করতে। সুতরাং এটাকে ‘অ্যাশেজ’র প্রতি ভালোবাসা আর নিজেকে ভাঙার একটা চেষ্টা বলা যেতে পারে।”
লোকালয় থেকে দূরে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘একদম নেটওয়ার্কের বাইরে গিয়ে শুটিং করেছি আমরা। ফলে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার অসাধারণ একটি সুযোগ ছিল এটি। মস্তিষ্ক ও আত্মার সংযোগ খুঁজে পেতে কখনও কখনও নিজেকে বিচ্ছিন্ন করতে হয়। আর সবকিছুর ঊর্ধ্বে গানটির মিউজিক ও বার্তা দারুণভাবে মিশে গেছে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে। সব মিলিয়ে উপভোগ্য ছিল কাজটি।’
অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেলেও জিয়াউল হক পলাশের মূল ভিত নির্মাণ। তাই প্রতিটি নির্মাণেই নিজের আলাদা যত্ন-ভালোবাসার ছাপ রাখেন তিনি। এটি তার তৃতীয় মিউজিক ভিডিও। এর আগে তিনি ‘বৃষ্টি’ ও ‘নিজের জন্য’ (অ্যাশেজ) শিরোনামের দুটি গানের ভিডিও বানিয়েছিলেন।
নতুন কাজটি নিয়ে পলাশের বক্তব্য, “অ্যাশেজ’র গানচিত্র নির্মাণ করা আমার জন্য বিশেষ প্রাপ্তি। কারণ, এই ব্যান্ড এবং জুনায়েদ ইভান (ব্যান্ডটির প্রধান) ভাইয়ের প্রতি আমার অন্তহীন মুগ্ধতা। এর আগে তাদের ‘নিজের জন্য’ গানের ভিডিও বানানোর সুযোগ হয়েছিল। সেটা অন্তর্জালে কোটি মানুষের ভালোবাসা পেয়েছে। এবারের কাজটিও অনেক স্পেশাল। চট্টগ্রামের বাঁশখালীতে আমরা শুটিং করেছি। পুরো ইউনিট নিয়ে ওখানে যাওয়া, শুটিং করা সত্যিই বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে সবার সম্মিলিত চেষ্টায় কাজটি সুন্দরভাবেই শেষ হয়েছে।”
আগামী ১০ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘অ্যাশেজ’র একক কনসার্ট ও ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে নতুন এই গানচিত্রটি উন্মুক্ত করা হবে।