X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাবলীল হিন্দি আর তেজদীপ্ত সংলাপে মিথিলার নতুন অবতার

সুধাময় সরকার
২৯ মার্চ ২০২৩, ১৭:০০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১১:০২

প্রায় দুই বছর ধরে আলাপ চলছে টলিউডের সিনেমা ‘মায়া’কে ঘিরে। প্রথম কারণ ছবিটিতে কলকাতার ১৮ জন পরিচিত শিল্পী অভিনয় করেছেন এতে। আর দ্বিতীয় কারণ এতে একমাত্র বাংলাদেশী হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় তৈরি হলো রাজর্ষি দে’র এই ছবি। যাতে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার গল্প উঠে আসবে মিথিলার মধ্য দিয়ে। যা পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এপ্রিলে। সেই লক্ষ্যে ২৮ মার্চ প্রকাশ হয়েছে ছবিটির সাড়ে তিন মিনিটের ট্রেলার।

ট্রেলার দেখেই অনুমেয়, এতে মিথিলার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তারচেয়েও বড় বিষয়, ট্রেলারের বেশিরভাগ জুড়ে দেখা গেছে মিথিলার নানা রূপ এবং তেজদীপ্ত হিন্দি সংলাপ। প্রমিত বাংলা ভাষায় মিথিলার অভিনয়ের কদর বেশ পুরনো, সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে তার ইংরেজি কবিতার প্রশংসাও কম নয়। এরমধ্যে ‘মায়া’র ট্রেলার দিয়ে টলিউড থেকে মিথিলা যেন জানান দিলেন বলিউড যোগ্যতার কথাও! কারণ, এতে তার মুখে হিন্দি সংলাপগুলো ছিলো বেশ সাবলীল।

রাফিয়াথ রশিদ মিথিলা ‘মায়া’র সুবাদে অভিনেত্রীর ভাষাজ্ঞান নিয়ে যখন চর্চা হচ্ছে নেটপাড়ায়, তখন অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন ব্র্যাক কর্মকর্তা হিসেবে উগান্ডার শিশু উন্নয়ন কার্যক্রম নিয়ে। সেখান থেকেই ভাষাবিষয়ে কথা বললেন মিথিলা, জানালেন ‘মায়া’ উচ্ছ্বাস।

অভিনেত্রী জানান, এই ছবিতে তার ৭০ ভাগ সংলাপই হিন্দি ভাষায়। জানার আগ্রহ হলো, হিন্দি সংলাপ আয়ত্তে আনতে কতোটা গলদঘর্ম হতে হলো! জবাবে ছক্কা হাঁকালেন। বললেন, ‘‘হিন্দি আমি এমনিতেই ভালো বলতে পারি। তাই খুব একটা প্র্যাকটিস করতে হয়নি। এর আগে ‘একাত্তর’ নামের একটি সিরিজেও আমি হিন্দি ভাষায় অভিনয় করেছি। তবে এবারের পরিধিটা বেশ বড় ছিলো। এবং আমি আনন্দ নিয়েই কাজটি করেছি।’’

কিন্তু ট্রেলার প্রকাশের পর নিজের কণ্ঠে হিন্দি সংলাপ শুনে কতোটা হ্যাপি। জবাবে উগান্ডা থেকে মিথিলা বললেন, ‘হ্যাপি হওয়ার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার উচ্চারণ এবং বাচনভঙ্গি বিশ্বাসযোগ্য হলো কী না। কারণ চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ায় আমার যে বন্ধুরা ভালো হিন্দি বলতে পারে, তারা বলেছে আমি ঠিকঠাকই কাজটি করতে পেরেছি। আমার কাছেও তাই মনে হচ্ছে। বাকিটা বলবেন দর্শক-সমালোচকরা।’

বলছেনও। ট্রেলারটি প্রকাশের পর দর্শকদের পক্ষ থেকে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা ও তার দল। 

ট্রেলারে ‘মায়া’:

শুধু হিন্দি নয়, মিথিলা কথায় কথায় জানালেন ভাষা নিয়ে তার বিশাল ভাণ্ডারের কথা। জানালেন, হিন্দি ও ইংরেজির পাশাপাশি তিনি তানজানিয়া, স্পেনিশ, ফ্রেঞ্চ ভাষায় মোটামুটি পারদর্শী। 

অভিনেত্রী বললেন, ‘আমার অন্য ভাষার প্রতি বরাবরই আলাদা আগ্রহ ছিলো। আছে এখনও। কাজের সুবাদে আফ্রিকার নানা অঞ্চলের ভাষা আয়ত্ত করার চেষ্টা করি সবসময়। এরমধ্যে তানজানিয়ার শোহিলি ভাষা বলতে পারি। স্পেনিশ ভাষা টানা এক বছর শিখেছি। আমার মেয়ে স্কুলে এখন ফ্রেঞ্চ ভাষা শিখছে। ওর কাছ থেকে নিয়মিত সেটাও শিখছি। আর সিনেমার সুবাদে হিন্দির সঙ্গে তো ওঠা-বসা ছোটবেলা থেকেই। আমার ইচ্ছা আছে আরও কয়েকটি ভাষা নিজের দখলে আনার।’

এদিকে ‘মায়া’ ছবিটির জন্য লম্বা সময় অপেক্ষায় আছেন অভিনেত্রী। কারণ, এই ছবিটি দিয়েই তার টলিউড যাত্রা হয় ২০২১ সালে। তিনি জানান, ১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু। যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা যোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’ অথবা মিথিলা।

‘মায়া’য় রাফিয়াত রশিদ মিথিলা টলিউডের প্রথম ছবিতেই এমন একটি চরিত্র, নিশ্চয়ই ভাগ্যের বিষয়। মিথিলা বললেন, ‘‘ভাগ্য কিনা জানি না। তবে আমি তো আসলে খুব বেশি কাজ করি বলে মনে হয় না। একেবারে গল্প বা চরিত্র পছন্দ হওয়া ছাড়া। তো এই গল্পটা ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল প্রথমে। এতে আমি তিনটি আলাদা চরিত্রে গেটআপে কাজ করেছি। চেষ্টা করেছি প্রতিটি চরিত্রে আলাদা কিছু করার। আমার মনে হয় খারাপ হবে না।’’

তারকাবহুল এই সিনেমায় মিথিলার সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, দেবলীনা কুমার, রিচা শর্মা, রণিতা দাশ, রাতশ্রী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ। রাফিয়াত রশিদ মিথিলা

/এমএম/
সম্পর্কিত
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’, আরও সময় লাগবে ‘দরদ’-এ!
মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’, আরও সময় লাগবে ‘দরদ’-এ!
এক সিনেমায় ২০ গান, এলো প্রথমটি (ভিডিও)
এক সিনেমায় ২০ গান, এলো প্রথমটি (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া