X
শনিবার, ১৭ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

চমকে দিলেন ন্যাড়া শাহরুখ খান!

বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৩, ১২:৪৭আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৪:৪০

প্রথমবার দক্ষিণী সিনেমার নির্মাতার পরিচালনায় কাজ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সুতরাং ছবিটি যে বিশেষ কিছু হবে, তা অনুমেয়। আর নির্মাতা যখন ‘বিগিল’ কিংবা ‘মেরসাল’র মতো সুপারহিট সিনেমার কারিগর অ্যাটলি কুমার, তখন সেটা থেকে দর্শকের প্রত্যাশা বেড়ে যায় কয়েকগুণ। ঘটেছেও তা-ই। এই মুহূর্তে ভারতের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা এটি। নাম ‘জাওয়ান’।

সোমবার (১০ জুলাই) সকালে এলো সিনেমাটির প্রিভিউ। যেটাকে ট্রেলার হিসেবেও বিবেচনা করা যায়। ২ মিনিট ১২ সেকেন্ডের এই ঝলক নিয়ে প্রশ্ন হতে পারে, কী নেই এখানে? শাহরুখের চিরচেনা চার্ম, দক্ষিণী ধাঁচে ধুন্ধুমার অ্যাকশন, কমেডির আঁচ, রহস্য-রোমাঞ্চে ঘেরা প্লট আর এক হালি নায়িকা! এর সঙ্গে আবার বাড়তি চমক হিসেবে দেখা দিলেন ন্যাড়া শাহরুখ! যে রূপে তাকে আগে কখনও দেখা যায়নি।

‘জাওয়ান’-এ শাহরুখ খানকে দুই ধরনের চরিত্রে দেখা যাবে। একটিতে তিনি নায়ক, অন্য রূপে ভিলেন। তবে রহস্যের পরিষ্কার হবে সিনেমার শেষে। যেটার জন্য অপেক্ষা করতে হবে আরও দুই মাস।

রহস্য অটুট রেখে প্রিভিউর ক্যাপশনে শাহরুখ খান বলেছেন, ‘আমি কে, কে নই, জানার জন্য প্রস্তুত আছো?’  

চিরচেনা চার্মিং লুকেও দেখা দিয়েছেন শাহরুখ খান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বলিউডের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী ও বিশাল পরিসরের সিনেমা এটি। যেখানে হিন্দি ও তামিল সিনেমার অনেক তারকা অভিনয় করেছেন। এর বাইরে বিশাল আয়োজনের সেট, শত শত জুনিয়র শিল্পী ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। আছেন এ সময়ের দাপুটে অভিনেতা বিজয় সেতুপথি। এছাড়া তাপসী পান্নু, প্রিয়মনি, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রাকেও দেখা যাবে ছবিটিতে। শুধু তাই নয়, তামিল সুপারস্টার থালাপতি বিজয়ও নাকি এ ছবিতে অতিথি চরিত্রে হাজির হবেন। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জাওয়ান’।

প্রিভিউ:

সূত্র: বলিউড হাঙ্গামা

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
মেট গালায় শাহরুখকে দিতে হলো নিজের পরিচয়!
মেট গালায় শাহরুখকে দিতে হলো নিজের পরিচয়!
বিনোদন বিভাগের সর্বশেষ
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!