X
মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
২১ ফাল্গুন ১৪৩০

রাতে ফতুল্লা থানায়, দুপুরে ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস!

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৭:১৩আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২:৫৩

সিনেমার নায়িকা তিনি। ফলে সিনেমার কাজেই তার যত ছুটোছুটি। এর বাইরে বিভিন্ন অনুষ্ঠান কিংবা ফিতা কাটার আয়োজনে দেখা যায় তাকে। কিন্তু হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর দফতরে তার ছুটোছুটি দেখে কিছুটা বিচলিত ভক্তরা।

বলা হচ্ছে ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের কথা। শনিবার (৫ আগস্ট) রাতে তাকে ফতুল্লা থানায় যেতে দেখা গেছে। সে খবর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়াও নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

তবে তিনি জানান, অপু বিশ্বাস তার পূর্ব পরিচিত মানুষ। নারায়ণগঞ্জে অন্য কোনও কাজে এসেছিলেন। সেই সুবাদে তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে গেছেন। ৩০ মিনিটের মতো সময় সেখানে অতিবাহিত করেছেন নায়িকা। তবে এ সময় আইন সংক্রান্ত কোনও বিষয়ে আলাপ হয়নি বলেও জানান ওসি।

এদিকে রবিবার (৬ আগস্ট) দুপুরে ফের পুলিশের দ্বারস্থ অপু। এবার আরও উঁচু মহল, ডিবি কার্যালয়ে গেলেন তিনি। দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে যান নায়িকা। 

অপু বিশ্বাস ডিবি সূত্রে জানা গেছে, সাইবার সংক্রান্ত সহযোগিতার জন্যই সেখানে গেছেন অপু বিশ্বাস। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ডিবি প্রধান ডিআইজি হারুন অর রশিদ জানান, সাইবার বুলিং থেকে বাঁচতে ডিবিতে সহযোগিতা চেয়েছেন অপু বিশ্বাস। তাকে নিয়ে অনলাইনে আপত্তিকর কনটেন্ট তৈরির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন নায়িকা। 

ডিবি প্রধানের কার্যালয়ে অপু বিশ্বাস যদিও বিষয়টি নিয়ে নায়িকার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া সাইবার বুলিংয়ের বিষয়েও স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। কেননা, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নেট দুনিয়ায় কোনও নেতিবাচক ঘটনা কিংবা কটাক্ষের নজিরও সামনে আসেনি। বরং শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে তার ‘পুনর্মিলন’-এ নেটিজেনরা আনন্দই প্রকাশ করছেন।

প্রসঙ্গত, ঈদুল আজহার ক’দিন পরই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিল পুত্র আব্রাহাম খান জয়। তারা দুজন নিউ ইয়র্কে শাকিব খানের সঙ্গে সময় কাটিয়েছেন, ঘুরে বেড়িয়েছেন। কদিন হলো অপু ঢাকায় ফিরেছেন, তবে শাকিব এখনও মার্কিন মুলুকে অবস্থান করছেন বলে জানা গেছে। অপু বিশ্বাস

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
এ সপ্তাহের ছবিঅপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
বুবলীর সঙ্গে ঈদ, অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব
বুবলীর সঙ্গে ঈদ, অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব
সংরক্ষিত আসনে এমপি হতে নায়িকাদের ভিড়!
সংরক্ষিত আসনে এমপি হতে নায়িকাদের ভিড়!
নির্বাচনি মাঠে থেকেও অপুর লক্ষ্য সংরক্ষিত আসন!
নির্বাচনি মাঠে থেকেও অপুর লক্ষ্য সংরক্ষিত আসন!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের ‘লাকি পার্টনার’র সঙ্গে ফারিণ!
ফের ‘লাকি পার্টনার’র সঙ্গে ফারিণ!
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
দেড় যুগের গান-গল্প শোনাবেন শাওন
দেড় যুগের গান-গল্প শোনাবেন শাওন
বক্স অফিসে নারীর দাপট
বক্স অফিসে নারীর দাপট
ইন্ডিয়ান আইডল ১৪: পেলেন ২৫ লাখ রুপি ও গাড়ি, জানালেন বিশেষ ইচ্ছে
ইন্ডিয়ান আইডল ১৪: পেলেন ২৫ লাখ রুপি ও গাড়ি, জানালেন বিশেষ ইচ্ছে