X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

পূজার রঙ লেগেছে বলিউডে

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১২:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৪:০৭

চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। রবিবার (২২ অক্টোবর) সপ্তাহব্যাপী এ উৎসবের মহাঅষ্টমী। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত ২০ অক্টোবর শুরু হয়েছে পূজার মূল আয়োজন। এই উৎসবের আমেজ দেখা যাচ্ছে তারকাদের মধ্যেও। ব্যস্ততার পাশ কাটিয়ে তারাও মেতে উঠেছেন আনন্দ উদযাপনে।

বলিউড তারকারাও দুর্গাপূজায় সামিল হচ্ছেন নিজ নিজ অবস্থানে থেকে। উত্তর মুম্বাইয়ের সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলে হাজির হচ্ছেন তারকারা। গ্ল্যামার নয়, সাজপোশাকে ঐতিহ্যের ছাপ রাখছেন অভিনেত্রীরা।

কাজলের পূজোর সাজ শনিবার (২১ অক্টোবর) সপ্তমীর দিন পূজা মণ্ডপে আসেন ‘ডিডিএলজে’ তারকা কাজল। একই সময়ে উপস্থিত ছিলেন রানি মুখার্জিও। তাদের সম্মিলিত উপস্থিতি মণ্ডপে উচ্ছ্বাসের মাত্রা বাড়িয়ে দেয়। তবে একটু অস্বস্তিতেও পড়েন কাজল। কারণ হোঁচট খেয়ে পড়ে যান তিনি, হাত থেকে পড়ে যায় মোবাইল ফোনটিও। সেই মুহূর্তের ভিডিও আবার হয়ে গেছে ভাইরাল।

পূজার ছবি-ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন কাজল। সঙ্গে বলেছেন, ‘পূজার প্রথম দিন। এটা সেই উৎসব, যখন পুরো পরিবার উদযাপনে সামিল হয়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো এবং তার কাছ থেকে কিছু চাওয়ার মুহূর্ত।’  

এশা দেওল ও হেমা মালিনী বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত হেমা মালিনীও এসেছেন উত্তর মুম্বাইয়ের এই পূজা মণ্ডপে। তার সঙ্গে ছিলেন কন্যা, অভিনেত্রী এশা দেওল। দুজনেই পরেছিলেন শাড়ি। একই প্যান্ডেলে উপস্থিত হয়েছিলেন বলিউডের এ সময়ের সেনসেশন কিয়ারা আদভানিও। তিনি অবশ্য থ্রি-পিসে সেজেছিলেন।

কিয়ারা আদভানি বান্দ্রার দুর্গাপূজা মণ্ডপে দেখা গেছে অভিনেত্রী সুস্মিতা সেনকে। গোলাপি শাড়িতে সেখানে হাজির হন তিনি। এরপর আনন্দচিত্তে অংশ নেন ধুনুচি নাচেও।

সুস্মিতা সেন উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।

/কেআই/
সম্পর্কিত
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ সজীব ওয়াজেদ জয়ের
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ সজীব ওয়াজেদ জয়ের
শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
চোখের জলে মা দুর্গাকে বিদায় (ফটো স্টোরি)
চোখের জলে মা দুর্গাকে বিদায় (ফটো স্টোরি)
দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন: বৈরী আবহাওয়ায় মানুষের ঢল
দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন: বৈরী আবহাওয়ায় মানুষের ঢল
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
কান উৎসব ২০২৪লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর
মাতৃহারা হলেন অভিনেতা জামিল
মাতৃহারা হলেন অভিনেতা জামিল