X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এবারের ‘পাঁচফোড়ন’-এ যা থাকছে

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪

প্রায় দুই যুগ ধরে নির্মাণ ও প্রচার হচ্ছে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। ফাগুন অডিও ভিশনের নির্মাণে প্রতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে প্রচার হয় এর নতুন পর্ব। বাদ যাচ্ছে না এই ভ্যালেন্টাইনও।

ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে খোলামেলা পরিবেশে স্নিগ্ধ প্রকৃতির ছোঁয়া পেতে প্রকৃতি ঘেরা একটি রিসোর্টে ঘুরতে গেছেন স্বামী। সেখানে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই আবর্তিত হয়েছে এবারের পর্ব। সেসব ঘটনার ফাঁকে ফাঁকে আসবে গান, নাটিকা ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং। বরাবরের মতো এবারও ‘পাঁচফোড়ন’র আলাদা কোনও উপস্থাপক থাকছে না। তবে যে স্বামী-স্ত্রীর মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে যাবে, সেই ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সারিকা সাবরিন।

অনুষ্ঠানটিতে মূল গান থাকছে তিনটি। এর মধ্যে ‘তোকেই শুধু চাই’ শিরোনামের একটি গান গেয়েছেন আকাশ মাহমুদ ও শ্রাবনী সায়ন্তনী। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন শামস সুমন। তার গানে মডেল হয়েছেন পারসা ইভানা। এছাড়া একটি গানে অভিনয় করতে দেখা যাবে মীর সাব্বির ও সারিকাকে।

নাট্যাংশের দৃশ্য এবারের পর্বে মানবিক প্রতিবেদন সাজানো হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা ডাক্তার সত্যকাম চক্রবর্তীর ওপর। যিনি দীর্ঘ চার বছর ধরে সপ্তাহে এক দিন বিনা পয়সায় গ্রামের রোগীদের চিকিৎসা সেবা দেন।

ভালোবাসার ঘটনাবলিতে সাজানো নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মাসুম বাশার, ম আ সালাম, জিল্লুর রহমান, মিলি বাশার, ইকবাল হোসেন, নূরে কাঞ্চন, নাদিয়া হক, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, সিয়াম নাসির, সিলভিয়া কুইয়া, মোনালিসা দীপা, সাজ্জাদ সাজু, রুমী, সুবর্ণা মজুমদারসহ আরো অনেকে।

নাট্যাংশের দৃশ্য জানা গেছে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠানটি।

/কেআই/
সম্পর্কিত
তাদের ‘মিলন হবে কতদিনে’
তাদের ‘মিলন হবে কতদিনে’
হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
পেখম মেলেছে খুশির ময়ূর, আছে অভিযোগও!
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১‘সিনেমা, আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো প্রধানমন্ত্রীর সামনে!’
প্রতিবেশী প্রেমিক-প্রেমিকা মীর সাব্বির ও সুমাইয়া শিমু!
প্রতিবেশী প্রেমিক-প্রেমিকা মীর সাব্বির ও সুমাইয়া শিমু!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’