X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!

বিনোদন ডেস্ক
২২ মে ২০২৪, ১৪:১৩আপডেট : ২২ মে ২০২৪, ১৬:৫৯

অভিনেতার সঙ্গে নির্মাতা-চিত্রনাট্যকারের জুটি বেশ গুরুত্বপূর্ণ। দুটোর যথাযথ সমন্বয় হলে দুর্দান্ত কিছু তৈরি হয়; এর নজির বহু আছে। যেমন বলিউডে অনুরাগ কাশ্যপ ও মনোজ বাজপেয়ি। একসঙ্গে তারা এমন কিছু ছবি উপহার দিয়েছেন, যা হিন্দি সিনেমায় কালজয়ী হয়ে গেছে।

অথচ গত এক যুগে অনুরাগের কোনও সিনেমায় পাওয়া যায়নি মনোজকে। এ নিয়ে ভক্তদের মনে আক্ষেপের শেষ নেই। কিন্তু কেন তারা আর একসঙ্গে কাজ করেন না? সেই প্রশ্নের জবাব দিলেন অভিনেতা মনোজ।

তিনি বললেন, ‘একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু সেটা নিয়ে আমরা আর আলোচনা করিনি। এখন তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে। আমরা কথা বলিনি, কারণ আমার মনে হয়েছে, ও (অনুরাগ) আমার ধাঁচের ছবি বানাচ্ছে না। আবার ওর মনে হয়েছে, মনোজের ক্যারিয়ার তো নিচের দিকে যাচ্ছে; তাকে আর প্রয়োজন নেই। আমরা দুজনেই নিজ নিজ জীবন উপভোগ করেছি। তার আমাকে প্রয়োজন পড়েনি, আমারও তাকে প্রয়োজন হয়নি।’  

মনোজ বাজপেয়ি ও অনুরাগ কাশ্যপ প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ১৯৯৮ সালের নন্দিত সিনেমা ‘সত্য’তে। যেটা নির্মাণ করেছিলেন রাম গোপাল ভার্মা, তবে ছবির চিত্রনাট্য ছিল কাশ্যপের। পরের বছর তারা একসঙ্গে কাজ করেছেন ‘শূল’ ছবিতে।

অনুরাগ কাশ্যপ ও ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় মনোজ বাজপেয়ি এরপর দীর্ঘ ১৩ বছর আর একত্রে পাওয়া যায়নি কাশ্যপ-বাজপেয়িকে। ২০১২ সালে তারা হাজির হন বলিউডের কালজয়ী ক্লাসিক ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নিয়ে। দুই খণ্ডের এই সিনেমাই তাদের সর্বশেষ যৌথ প্রজেক্ট।

সাম্প্রতিক সময়ে অবশ্য তাদের মধ্যকার দূরত্বের বরফ গলেছে। বছর খানেক আগে তারা কপিল শর্মা শো-তে উপস্থিত হয়েছিলেন। হাসি-আড্ডায় গল্প করেছেন। তবে ফের কবে একসঙ্গে সিনেমায় কাজ করবেন, সেই আভাস মেলেনি এখনও। 

এদিকে অনুরাগ কাশ্যপ নির্মিত নতুন সিনেমা ‘কেনেডি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ২০২৩ সালের কান উৎসবে এর প্রিমিয়ার হয়েছিল। ছবিটিতে আছেন রাহুল ভাট ও সানি লিওন।

অন্যদিকে মনোজ বাজপেয়ি বড় পর্দায় হাজির হচ্ছেন ২৪ মে, ‘ভাইয়া জি’ ছবি নিয়ে। এছাড়া প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’র তৃতীয় সিজন নিয়েও ফিরছেন এ বছর।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
ইংরেজির প্রতি ক্ষোভ, হিন্দিতেই যত মনোযোগ
ইংরেজির প্রতি ক্ষোভ, হিন্দিতেই যত মনোযোগ
মনোজকে রাতের জীবন দেখিয়েছেন শাহরুখ
মনোজকে রাতের জীবন দেখিয়েছেন শাহরুখ
জয়া আহসানের বিপরীতে বলিউডের মনোজ বাজপেয়ি
জয়া আহসানের বিপরীতে বলিউডের মনোজ বাজপেয়ি
মনোজকে নিয়ে আমাজনের টুইট, জবাবে যা বললো নেটফ্লিক্স
মনোজকে নিয়ে আমাজনের টুইট, জবাবে যা বললো নেটফ্লিক্স
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার